ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জামালপুরে এলজিইডির নারী কর্মীদের সঞ্চয়ের টাকা বিতরণ

প্রকাশিত: ২২:৫৩, ১৮ আগস্ট ২০১৮

জামালপুরে এলজিইডির নারী কর্মীদের সঞ্চয়ের টাকা বিতরণ

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ এলজিইডির পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি প্রকল্পের আওতায় জামালপুর সদর উপজেলার ১৪০ জন গ্রামীণ হতদরিদ্র নারী কর্মীদের মাঝে তাদের সঞ্চয়ের ১ কোটি ৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এলজিইডি আয়োজিত অনুষ্ঠানে তাদেরকে সঞ্চয়ের টাকার চেক ও একটি করে সনদপত্র দেওয়া হয়। জামালপুর সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সদর আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. মোহাম্মদ মফিজুর রহমান। পরে প্রধান অতিথি সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা এলজিইডির গ্রামীণ নারী কর্মীদের মাঝে প্রত্যেককে ৭৫ হাজার টাকার সঞ্চয়ের চেক ও একটি করে সনদপত্র তুলে দেন। চার বছর মেয়াদি এলজিইডির পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি প্রকল্পের আওতায় প্রকল্প শেষে নারী কর্মীরা তাদের সঞ্চয়ের টাকা ফেরৎ পেল। প্রকল্পের আওতায় তাদের প্রতিদিনের দৈনিক মজুরি ১৫০ টাকা থেকে প্রত্যেকের ব্যাংক হিসাব নম্বরে এ সঞ্চয় জমা করা হয়।
×