ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জামালপুরে একটি পরিবার ৬ দিন ধরে অবরুদ্ধ

প্রকাশিত: ০০:৫৬, ১৮ আগস্ট ২০১৮

জামালপুরে একটি পরিবার ৬ দিন ধরে অবরুদ্ধ

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুরের ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের এক অসহায় দরিদ্র রিকশাচালক সুমন মিয়ার পরিবার ছয়দিন ধরে অবরুদ্ধ জীবন যাপন করছে। শামছুল হক নামের স্থানীয় প্রভাবশালী ব্যক্তি তার বাড়ির চার পাশে বাঁশের বেড়া দিয়ে ঘের দিয়ে তাদের অবরুদ্ধ করে রেখেছে বলে অভিযোগ উঠেছে। বাঁশের সীমানা পেরুলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। অভিযোগে জানা গেছে, ইসলামপুর উপজেলার পার্থর্শী ইউনিয়নের শেখপাড়া গ্রামের অসহায় দরিদ্র রিকশাচালক সুমন মিয়া গত পাঁচ বছর আগে অতিকষ্টে শামছুলের কাছ থেকে সোয়া ৮ শতাংশ জমি কিনে বসতবাড়ি নির্মাণ করেন। জমি বিক্রির সময় শামছুল হক রাস্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু শামছুল হক ছয়দিন আগে সুমনের বাড়ির চারপাশে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে। এতে সুমন তার বৃদ্ধা মা ও স্ত্রী সন্তান নিয়ে অবরুদ্ধ হয়ে পড়েছেন। সুমন জানায়, বাঁশের বেড়া পার হলেই তাকে মারধরসহ প্রাণনাশের হুমকি দিচ্ছে শামছুল হক ও তার পরিবারের লোকজন। তাই তিনি তিন শিশু সন্তানসহ ছয় সদস্যের পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় অবরুদ্ধ জীবন যাপন করছেন। এ প্রসঙ্গে পাথর্শী ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু বলেন, বিষয়টি নিয়ে অনেক শালিস-বৈঠক হয়েছে। তাদের সাথে সুমনের পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। তবে তিনি দ্রুত সময়ের মধ্যে অবরুদ্ধ পরিবারের রাস্তা খুলে দিতে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে ইসলামপুরের ইউএনও মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ইউপি চেয়াম্যানের সাথে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
×