ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১ সেপ্টেম্বর থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই শুরু : দুদু

প্রকাশিত: ০১:০১, ১৮ আগস্ট ২০১৮

১ সেপ্টেম্বর থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই শুরু : দুদু

স্টাফ রিপোর্টার ॥ ১সেপ্টেম্বর থেকেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই শুরু হবে। আর সেই লড়াই বিএনপিজোট রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে শেষ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে কৃষকদল আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দেয়ার দাবি জানিয়ে দুদু বলেন, অন্যথায় পাকিস্তানের সময় শেখ মুজিবকে যেভাবে কারাগার থেকে বের করা হয়েছিল আমরাও সেই অবস্থা সৃষ্টি করবো। প্রয়োজন হলে পুনরায় সে রকম আন্দোলন করা হবে এবং সে আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হবে। আয়োজক সংগঠনের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবি , কৃষক দলের সহ-সভাপতি নাজিম উদ্দীন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দীন খান মিলন প্রমুখ।
×