ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ভিজিএফ’র চাল পরিমাণে কম দেয়ায় স্টোর কিপার আটক

প্রকাশিত: ০২:৩১, ১৮ আগস্ট ২০১৮

ভিজিএফ’র চাল পরিমাণে কম দেয়ায় স্টোর কিপার আটক

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি কর্তৃক বরাদ্দকৃত ভিজিএফ চাল পরিমাণে কম দেয়ার সত্যতা প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম দিনাজপুর পৌরসভার স্টোর কিপার বাচ্চুকে আটক করেছে। ভূক্তভোগী হতদরিদ্র পরিবারের সদস্য আরজিনা বেগমের অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে দিনাজপুর পৌরসভায় অভিযান চালান ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম। পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে পরিমাপে ২০ কেজির পরিবর্তে ১৮.৬২ কেজি চাল ওজনে কম পাওয়ার অভিযোগের সত্যতা প্রমাণিত হয় বলে জানান তিনি। অভিযান চলাকালীন চাল পরিমাণে কম দেয়ার অভিযোগে তাৎক্ষণিকভাবে পৌরসভার স্টোর কিপার মজিবর রহমান বাচ্চুকে আটক করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়াও পবিত্র ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত চাল পরিমানে কম দেয়ায় ভুক্তভোগী হতদরিদ্র পরিবারের লোকজন পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের উপযুক্ত শাস্তি দাবি করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট। ঘটনা শুনে সাথে সাথেই পৌরসভার ঘটনাস্থলে ছুটে যান দিনাজপুর শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম। এ ব্যাপারে তিনি দোষী ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে অনুরোধ জানান। এ ঘটনায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক প্রতিবেদককে জানান, অভিযোগের ভিত্তিতে দিনাজপুর পৌরসভায় এসে পরিমাপ যন্ত্রে ২০ কেজির পরিবর্তে ১৮.৬২ কেজি চাল ওজনে কম পাওয়া যায়। মেয়র কে এ ব্যাপারে জবাব দিতে বলা হলে তাৎক্ষণিক কোন সদুত্তর দিতে পারেননি বলে প্রতিবেদককে জানান তিনি। চাল ওজনে কম দেয়ার অভিযোগে পৌরসভার স্টোর কিপারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা করা হবে বলেও জানান তিনি। এ ব্যাপারে পৌর মেয়র প্রতিবেদককে জানান, চাল ওজনে কম দেয়ার ব্যাপারে আমি কিছুই জানি না। এর আগেও ওজনে কম দেয়ার ঘটনা মেয়র সাহেবকে স্বরণ করিয়ে দিলে কোনরকম জবাব দিতে অপারগতা জানান তিনি। ভ্রাম্যমান আদালতের অভিযান শেষে হতদরিদ্র পরিবারের মাঝে পুনরায় চাল দেয়া শুরু হয়েছে বলে জানা গেছে।
×