ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বরিশালে গরুর হাট নিয়ে সংঘর্ষ

প্রকাশিত: ০২:৩২, ১৮ আগস্ট ২০১৮

বরিশালে গরুর হাট নিয়ে সংঘর্ষ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গরুর হাটের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে শুক্রবার রাতে জেলার সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা বাজার এলাকায় আওয়ামীলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে সোহেল তালুকদার নামের এক যুবলীগ কর্মী আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে স্থানীয় আ’লীগের দু’গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজমান করছে। খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়রা জানান, গরুর হাটের ইজারাদার ইটালি শহীদের লোক হিসেবে পরিচিত যুবলীগ কর্মী সোহেল তালুকদারের ভাই রুবেল তালুকদার বিকেলে গরু বিক্রি শেষে বাসায় যাচ্ছিলেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেত্রী রেহেনা বেগমের ভাই সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসিদুল ইসলাম রাসেল তার কাছে চাঁদা দাবি করেন। এনিয়ে য় তাদের মধ্যে উত্তেজনা দেখা দিলে ইজারাদার ইটালি শহীদ, যুবলীগ নেতা সোহেল তালুকদার সেখানে গেলে ছাত্রলীগ নেতার বড় ভাই জামাল মুন্সি, মনির মুন্সি ও বাচ্চু মুন্সি তাদের ওপর হামলা চালায়। এঘটনাকে কেন্দ্র করে উভয় গ্রুপ পাল্টাপাল্টি অবস্থান নিলে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করেন। ইজারাদার ইটালি শহীদ অভিযোগ করে বলেন আহত সোহেলের কাছ থেকে গরু বিক্রির ৭ লাখ ৩০ হাজার টাকা নিয়ে গেছে ছাত্রলীগ নেতা রাসেল। অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগ সভাপতি রাশিদুল ইসলাম রাসেল জানান, তার ভাই জামাল মুন্সিও হাটের ইজারাদার। কিন্তু ইটালি শহীদ নিজেকেই শুধু ইজারাদার দাবি করেন। এবিষয় নিয়ে একটু ঝামেলা হয়েছে। কাউনিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশের বেশ কয়েকটি টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।
×