ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মহেশখালীতে বিসিসি কর্মকর্তার স্ত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ০২:৩৪, ১৮ আগস্ট ২০১৮

মহেশখালীতে বিসিসি কর্মকর্তার স্ত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মহেশখালীতে কর্মরত এক কর্মকর্তার নববিবাহিত স্ত্রী আত্মহত্যা করেছে। শনিবার বেলা ১২ টায় নিহতের স্বামী আবু রায়হান তার স্ত্রী অন্তরা খাতুনের নিথরদেহ নিয়ে হাসপাতালে আসেন। কর্তব্যরত ডাক্তার তার দেহ পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। জানা গেছে, কুষ্টিয়া জেলার কাজীর হাট ভেড়ামারার বাসিন্দা আবু রায়হানের সঙ্গে গত ৩ মাস আগে একই এলাকার আজিজুল হকের মেয়ে অন্তরা খাতুন (২১) এর বিয়ে হয়। দুই সপ্তাহ আগে তাকে ডিজিটাল আইল্যান্ড মহেশখালীর সাপোর্ট কর্মকর্তা হিসেবে মহেশখালীতে পদায়ন করা হয়। তিনি তার স্ত্রীকে নিয়ে গোরকঘাটা বাজারের পাশে আব্দুল হাকিমের ভাড়া বাসায় উঠেন। নিহতের স্বামী জানান, শনিবার দুপুরে পাশের বাজারে যাই। বাজার থেকে ফেরার পর বাসার দরজা বন্ধ পেয়ে স্ত্রীকে ডাকাডাকি করেও কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকি। এ সময় বাসার সিলিং এর সঙ্গে স্ত্রীর ঝুলন্ত দেহ দেখতে পাই। তিনি জানান, গ্রামের বাড়িতে কোরবানি করার বিষয় নিয়ে রাতে ও সকালে স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। এ নিয়ে অভিমান করে তিনি আত্মহত্যা করতে পারে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ওসি বলেন, ময়না তদন্ত শেষে পুলিশ পরবর্তী আইনি উদ্যোগ গ্রহণ করবে।
×