ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শ্রীপুরে ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

প্রকাশিত: ০২:৩৫, ১৮ আগস্ট ২০১৮

শ্রীপুরে ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে শ্রীপুরের দু’টি বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা মালামাল লুট করে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ডাকাতদলের একজনকে আটক করে। পরে উত্তেজিত লোকজন তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। আটককৃতের নাম আল-আমীন (৩৫)। সে হবিগঞ্জ জেলা সদরের রামপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে। কৃষক বাবুল মিয়া, পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার ভোর রাত ৩টার দিকে ৬ সদস্যের একটি সশস্ত্র ডাকাতদল উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে বাবুল মিয়ার বাড়িতে হানা দেয়। ডাকাতরা ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে। পরে তারা অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে হাত-পা-মুখ বেঁধে ফেলে। এসময় ডাকাতরা ওই ঘর থেকে নগদ আড়াই লাখ টাকা ও ৩ভরি ওজনের স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে। এসময় টের পেয়ে বাড়ির ভাড়াটিয়া সাজু সরদার দরজা খুলে এগিয়ে এলে ডাকাতরা তাকেও জিম্মি করে তার পরিবারের সদস্যদের বেঁধে ফেলে। ডাকাতরা সাজুর ঘর থেকেও নগদ ২৩ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যেতে থাকে। এসময় বাড়ির লোকজনের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে। তারা ডাকাত দলের পিছু ধাওয়া করে ডাকাত সদস্য আল আমিনকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত ডাকাত সদস্যকে আটক করে থানায় নিয়ে যায়। সম্প্রতি ওই এলাকায় চুরি ডাকাতির ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী। শ্রীপুর মডেল থানার এসআই মহসীন জানান, আহত ডাকাত সদস্যকে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
×