ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

দাউদকান্দিতে এ্যাম্বুলেন্স থেকে ২০০শত কেজি গাঁজা উদ্ধার, আটক ২

প্রকাশিত: ০২:৪৬, ১৮ আগস্ট ২০১৮

দাউদকান্দিতে এ্যাম্বুলেন্স থেকে ২০০শত কেজি গাঁজা উদ্ধার, আটক ২

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি ॥ দাউদকান্দিতে এ্যাম্বুলেন্সে করে অভিনব কায়দায় (২০০ কেজি ) ৭ বস্তা গাঁজাসহ জসিম হাওলাদার ও রাজু নামের ২ জনকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, আজ শনিবার বিকেল সাড়ে ৫ টায় দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বলদাখাল মেঘনা- গোমতী সেতুর টোলপ্লাজা নামক স্থানে গোপন সংবাদের ভিওিত্বে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেনের নেতৃত্বে ওসি তদন্ত নুরুল ইসলাম ও এস আই আমিনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী এ্যাম্বুলেন্স( ঢাকা মেট্রো-ছ- ৭৫-০০২৭) তল্লাশী চালিয়ে অভিনব কায়দায় ২০০শত কেজি (৭ বস্তা) গাঁজাসহ ২ জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলঃ- এ্যাম্বুলেন্সের চালক পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার পশ্চিশ কলারন গ্রামের ইউনুছ হাওলাদারের ছেলে জসিম হাওলাদার (২৫) ও মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর উপজেলার রামকৃষ্ণদী গ্রামের জিলানী মাতাব্বরের ছেলে রাজু (২৪) আটক করে দাউদকান্দি মডেল থানার পুলিশ। আটককৃত গাঁজার মুল্য ২০ লক্ষ টাকা হবে জানায় পুলিশ। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
×