ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

র‌্যাবের হাতে ইয়াবাসহ পুলিশ আটক

প্রকাশিত: ০২:৪৯, ১৮ আগস্ট ২০১৮

র‌্যাবের হাতে ইয়াবাসহ পুলিশ আটক

নিজস্ব সংবাদদাতা, ফেনী ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ার হাট এলাকায় শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আবুল বাশার(৪০) নামের পুলিশের এক এ এস আই কে ৩২ হাজার পিস ইয়াবা সহ আটক করেছে র‌্যাব ৭ ফেনী ক্যাম্পের সদস্যরা। আটক মো: আবুল বাশার কুমিল্লার দেবীদ্দার উপজেলার বৈশের কোট এলাকার আব্দুল হামিদ মাস্টারের ছেলে এবং ব্রাহ্মণবাড়িয়া ডিবি পুলিশ থেকে ক্লোজ হয়ে পুলিশ লাইনে আছেন বলে জানিয়েছেন বাশার । র‌্যাব -৭ ফেনী সিপিসি -১ অধিনায়ক স্কোড্রয়ন লিডার শাফায়াত জামিল ফাহিম জানায় আটক বাশার মটর সাইকেলে করে ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে নারায়গঞ্জ নিয়ে যাচ্ছিলেন। বাশারের সাথে থাকা ব্যাগ থেকে সিলেট রেঞ্জের পুলিশের পোষাক ও পুলিশের স্টিকার যুক্ত মটর সাইকেল সহ বাশারকে আটক কার পরে র‌্যাব ৭ এর ফেনী ক্যাম্পে রাখা হয়েছে। এর আগে জুলাই মাসের প্রথম সাপ্তাহে ১৯ হাজার পিস ইয়াবা নারায়নগঞ্জ নিয়ে গিয়েছিলো বলে বাশার র্যাবের কাছে স্বীকার করেছে। এ এসআই আবুল বাশার বি- বাড়িয়ায় ডিবিতে কর্মরত থাকাকালে গত ২৬ মার্চ শশিদলে ৬০ বিজিবির হাতে মদ্যপ অবস্থায় অবৈধ মটর সাইকেল সহ আটক হয়। এর পরিপ্রেক্ষিতে বাশার বি-বাড়িয়া পুলিশে লাইনে ক্লেজ ছিলো। ক্লোজ থাকা অবস্থায় দ্বীতিয় বারের মত সে উখিায় যায় এবং ইয়াবা নিয়ে ফেরত আসে।
×