ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ঈদের চার নাটকে মিরাক্ক্বেল তারকা পাভেল

প্রকাশিত: ০২:৫২, ১৮ আগস্ট ২০১৮

ঈদের চার নাটকে মিরাক্ক্বেল তারকা পাভেল

স্টাফ রিপোর্টার ॥ যে দেশের সকল নিয়ম কানুন উল্টো! যেমন- পুরুষরা নারী দ্বারা যৌন হয়রানির শিকার হয়, নারীরা চাকরি করে আর তাদের স্বামীরা ঘরের কাজ করেন ও সংসার সামলান। এমন উল্টো দেশ ও উল্টো বেশের মানুষ সম্পর্কে কি জানেন? আসছে ঈদে এমনই এক ঘটনা দেখতে পাবেন ‘উল্টো দেশে উল্টো বেশে’ নামক নাটকে। এই নাটকেই দেখা মিলবে বাল্যবিয়ের শিকার হওয়া ছেলেটি যার বউ আবার থাকে বিদেশ! সেই ছেলেটি হলেন মিরাক্ক্বেল তারকা মো. সাইদুর রহমান পাভেল। যিনি রোজ কলেজে যাওয়ার পথে মেয়েদের দ্বারা ইভ-টিজিংয়ের শিকার হন। সুযোগ পেলে মেয়েরা আবার তার বাড়িতেও হামলে ঢুকে পড়ার চেষ্টা করে। গ্রামের ভাবী ও বড় বোনদেরও কু-নজর পড়ে তার উপর। তথাকথিত সমাজব্যবস্থার উল্টো চিত্রের এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আদিবাসী মিজান। নাটকটির বিশেষত্ত্ব নিয়ে পাভেল জনকণ্ঠকে বলেন, ‘অসাধারণ গল্প! আমরা সচরাচর নারীদের যেভাবে দেখি অর্থ্যাত ঘরে থাকবে, রান্না করবে, ঘরের কাজ করবে ইত্যাদি বিষয়গুলো পুরুষদের করতে দেখা যাবে নাটকটিতে। যেমন-পুরুষরা কলসি কাঁখে পুকুর থেকে পানি আনতে যাচ্ছে, ঘরের কাজ করছে, বউয়ের নির্যাতন সহ্য করছে ইত্যাদি বিষয়গুলো সামনে আনা হয়েছে।’ তিনি আরও বরেন, হাস্যরসাত্মক ঘরানার এই নাটকটিতে নারীদেরকে অনেক শক্তিশালী হিসেবে উপাস্থাপন করা হয়েছে। তারা চাকরি করে, সাংসারিক সকল সিদ্ধান্ত তাদের হাতেই ইত্যাদি বিষয়গুলো দর্শক দেখবেন নাটকে। ‘উল্টো দেশে উল্টো বেশে’ পাঁচ পর্বের নাটকটি ঈদের দিন থেকে দীপ্ত টিভিতে প্রচারিত হবে।এই নাটকে কণ্ঠশিল্পী কাজী শুভ’র ‘পুরুষ নির্যাতন’ গানটি সংযোজিত হয়েছে বরে জানান পাভেল। ‘চাঁদের চাঁদা’ শিরোনামের ঈদের সাত পর্বের আরেকটি ধারাবাহিক নাটকে দেখা যাবে পাভেলকে। এই নাটকের রচয়িতা অয়ন চৌধুরী ও পরিচালনা করেছেন শাহনেওয়াজ রিপন। এই নাটকে বিশেষ চরিত্রে রয়েছেন মোশাররফ করিম। তারই ডান হাত পাভেল। নাটকটি প্রসঙ্গে পাভেল বলেন, ‘মোশাররফ ভাইযের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বরাবরই মধুর। তার কাছ থেকে শেখার অনেক কিছু রয়েছে। অনেকের মত আমিও তার অভিনয়ের ভক্ত। আশা করছি নাটকটি দর্শকের মন ভরাবে।’ এছাড়াও এই ঈদে ‘লাল দালান’ শিরোনামের একটি নাটকে কয়েদীর চরিত্রে অভিনয় করেছেন মিরাক্ক্বেল খ্যাত এই তারকা। এই নাটকটির রচনা ও পরিচালনায় করেছেন আদিবাসী মিজান। লাল দালানে পাভেলকে দেখা যাবে ছোট জল্লাদের ভূমিকায়! এ প্রসঙ্গে পাভেল জনেকণ্ঠকে বলেন, ‘এই নাটকে আমার চরিত্রে ভিন্নতা রয়েছে। উল্টো দেশে উল্টো বেশে দর্শক আমাকে যে রুপে দেখবেন তার পুরোপুরি উল্টো এখানে। মূলত একটি জেলখানার কয়েকজন কয়েদীর জীবন কাহিনি ফুটিয়ে তোলা হয়েছে নাটকটিতে। এখানে বড় জল্লাদের ভূমিকায় বড়দা মিঠু অভিনয় করেছেন।’ তিনি আরও জানান, ‘লাল দালান নাটকে অসম্ভব সুন্দর একটি গানের সংযোজন করা হয়েছে। কাজী শুভ ভাইয়ের কণ্ঠে গাওয়া জেলখানা নিয়ে একটি অসাধারণ গানেরও দৃশ্যায়ন রেয়েছে নাটকটিতে। সাত পর্বের এই নাটকটি আসছে কোরবানি ঈদে এটি প্রচার হবে বৈশাখী টিভির পর্দায়। ঈদের আরও একটি একক নাটকে দেখা মিলবে সাইদুর রহমান পাভেলের। আল মানসুর জীবন ও সুমন মল্লিকের যৌথ পরিচরনায় এক জীবনে চলা যায় না’ নাটকটিতেও একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তিনি। ঈদের দিন রাত ১০টায় আরটিভির পর্দায় নাটকটি প্রচারিত হবে। এছাড়াও মিরাক্ক্বেল খ্যাত তারকা পাভেলকে দেখতে পাবেন ঈদের দুইটি বিশেষ টিভি শোতে। ‘ফান ডট কম কম’ শো প্রচারিত হবে আরটিভিতে। সেইসঙ্গে ঈদের দিন থেকে পাঁচ পর্বের সেলিব্রিটি অনুষ্ঠান ‘হাসিতে ফাঁসি’তে উপস্থাপকের ভূমিকায় দেখা যাবে তাকে। বিশেষ হাস্যরসাত্মক ঘটনার সংযোজন রয়েছে অনুষ্ঠানটিতে। এটি প্রচারিত হবে নিউজ২৪ এর পর্দায়।
×