ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কেরালায় ২৫ কুকুরকে রেখে উদ্ধারে অস্বীকার নারীর

প্রকাশিত: ১৯:০২, ১৯ আগস্ট ২০১৮

কেরালায় ২৫ কুকুরকে রেখে উদ্ধারে অস্বীকার নারীর

অনলাইন ডেস্ক ॥ শতাব্দির সবচেয়ে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়তে থাকার পরও কেরালার এক নারী তার ২৫টি কুকুর রেখে বন্যাকবলিত বাড়ি ছাড়তে অস্বীকার করেছেন। শনিবার এক উদ্ধারকারী এ কথা জানিয়েছেন বলে খবর এনডিটিভির। বন্যায় কেরালার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ত্রিসুরে সুনিতা নামের ওই নারীকে খুঁজে পান উদ্ধারকারীরা। কিন্তু সুনিতা তার কুকুরগুলোকে রেখে বাড়ি ছাড়তে অস্বীকার করেন। কুকুরগুলো সব রাস্তার নেড়ি কুকুর ও পরিত্যাক্ত পোষা কুকুর ছিল বলে জানিয়েছেন হিউমেইন সোসাইটি ইন্টারন্যাশনালের স্যালি ভার্মা। “তার কুকুরদের নেওয়া যাবে না, এটি জানানোর পর তিনি স্বেচ্ছাসেবী ও উদ্ধারকারী কর্মকর্তাদের ফেরত পাঠিয়ে দেন। তিনি মোটেই তার কুকুরদের ছেড়ে আসতে রাজি ছিলেন না। তিনি তখন আমাদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন,” বলেন ভার্মা। যখন উদ্ধারকারীরা ওই বাড়িটিতে পৌঁছায় তখন বাড়িটি পুরোপুরি ডুবে গেছে এবং কুকুরগুলো ভয়ে জড়সড় হয়ে কয়েকটি খাটের উপর গুড়ি মেরে বসে ছিল বলে জানিয়েছে তিনি। সুনিতা, তার স্বামী ও কুকুরগুলোকে একটি বিশেষ আশ্রয় কেন্দ্র রাখা হয়েছে। কারণ দুর্যোগের কারণে যেসব ত্রাণশিবির স্থাপন করা হয়েছে সেগুলো প্রাণীদের রাখতে রাজি হয়নি। ভার্মা জানিয়েছেন, সুনিতা ও তার কুকুরগুলোর জন্য একটি তহবিল গড়ে তোলার কাজ শুরু করেছেন তিনি, যেন বন্যার পানি নেমে যাওয়ার পর সুনিতার বাড়িতে কুকুরগুলোর জন্য ঘর তৈরি করা যায়। ভারতের কেরালা রাজ্যে এক শতাব্দির মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় ৩২৪ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। চলতি বর্ষায় অতিরিক্ত বর্ষণে রাজ্যটির প্রায় ১০০ বাঁধ, জলাধার ও নদীর পানি উপচে মারাত্মক বন্যা দেখা দিয়েছে।
×