ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়ার লম্বকে ফের ৬.৩ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত: ২১:০৮, ১৯ আগস্ট ২০১৮

ইন্দোনেশিয়ার লম্বকে ফের ৬.৩ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক ॥ ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে রবিবারের এ ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ দশমিক তিন এবং গভীরতা ছিল প্রায় ৭ কিলোমিটার (৪ মাইল)। খবর বিবিসির তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দ্বীপের অধিবাসীরা জানান, ভূমিকম্পের সময় প্রচণ্ড কম্পন অনুভূত হয়। ভয়ে সবাই ঘর থেকে বের হয়ে রাস্তায় আশ্রয় নেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা (ইউএসজিএস) বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পূর্ব লম্বকের বেলান্টিং শহরের পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে প্রায় সাত কিলোমিটার গভীরে। দুই সপ্তাহ আগে লম্বকে শক্তিশালী ভূমিকম্পে ৪৬০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে। ভূমিকম্পপ্রবণ অঞ্চল রিং অব ফায়ার লাইনে অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়। এ ছাড়া প্রশান্ত মহাসাগরীয় এলাকার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতপ্রবণ অঞ্চলের মধ্যে অবস্থান হওয়ায় এখানে ভূমিকম্পের ঘটনা বেশি ঘটে। এ অঞ্চলে পৃথিবীর অর্ধেকের বেশি সক্রিয় আগ্নেয়গিরির অবস্থান রয়েছে।
×