ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরিয়া থেকে ইরানের সরে আসার ব্যাপারে সমঝোতা হয়নি ॥ ক্রেমলিন

প্রকাশিত: ২১:১০, ১৯ আগস্ট ২০১৮

সিরিয়া থেকে ইরানের সরে আসার ব্যাপারে সমঝোতা হয়নি ॥ ক্রেমলিন

অনলাইন ডেস্ক ॥ সিরিয়া থেকে ইরানের সেনা প্রত্যাহারের প্রয়োজনীয়তার ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার মার্কিন সমকক্ষ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতৈক্যে পৌঁছেছেন বলে কিছু গণমাধ্যম যে খবর দিয়েছে তাকে গুজব বলে প্রত্যাখ্যান করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গণমাধ্যমের এ সংক্রান্ত খবর সম্পর্কে বলেছেন, সম্প্রতি হেলসিংকিতে পুতিন ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সিরিয়া থেকে ইরানের সেনা প্রত্যাহারের প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন বলে খবর বেরিয়েছে তা সত্য নয়। ক্রেমলিন মনে করে, ওই বৈঠকে এ ধরনের কোনো কথা হয়নি বরং গণমাধ্যম ওই বৈঠকের ভুল ব্যাখ্যা তুলে ধরেছে মাত্র। পেসকভ বলেন, ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে ট্রাম্প-পুতিন সর্বশেষ বৈঠকের ব্যাপারে যা কিছু বলার ছিল তা ক্রেমলিন বলে দিয়েছে। এ সম্পর্কে মস্কোর পক্ষ থেকে নতুন করে কোনো ব্যখ্যা দেয়া হবে না। এর আগে পশ্চিমা কিছু গণমাধ্যম কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে দাবি করেছিল, হেলসিংকি বৈঠকে ট্রাম্প ও পুতিন এই মতৈক্যে পৌঁছেছেন যে, সিরিয়া থেকে ইরানের সেনা প্রত্যাহারের সময় হয়েছে।
×