ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় ২৩ কোটি ডলারের সহায়তা বাতিল করলো যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ২১:১১, ১৯ আগস্ট ২০১৮

সিরিয়ায়  ২৩ কোটি ডলারের সহায়তা বাতিল করলো যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক ॥ সিরিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রতিশ্রুত ২৩ কোটি ডলারের সহায়তা তহবিল বাতিল করে দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, তহবিলের প্রধান বিদেশী দাতারা, এই অর্থ অন্যান্য গুরুত্বপূর্ণ পররাষ্ট্র নীতির বাস্তবায়নে ব্যয় করার সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে। খবর আল জাজিরার। পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের মুখপাত্র হিদার নোয়ার্ট এক বিবৃতিতে বলেন, জোট সদস্যদের গুরুত্বপূর্ণ সহযোগী অবদান রাখার জন্য পররাষ্ট্রমন্ত্রী পম্পেও পররাষ্ট্র মন্ত্রণালয়কে, সিরিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনা নিয়ে কাজ করতে প্রায় ২৩ কোটি মার্কিন ডলারের একটি তহবিল ভিন্ন খাতে ব্যয়ের নির্দেশনা দিয়েছেন। তহবলটি বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। এই বছরের শুরুতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন তহবিলটি গঠনের উদ্যোগ নিয়েছিলেন। তবে মার্চ মাসে তাকে বরখাস্ত করার পর থেকে তহবিলটি পর্যালোচনা করা শুরু হয়। ৩০ সেপ্টেম্বরের মধ্যে তহবিলের অর্থ ব্যয় করা না হলে তা অর্থ মন্ত্রণালয়ের কাছে ফেরত যাবে।
×