ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্ষমতার মোহে ট্রাম্প অন্ধ ॥ জন ব্রেনান

প্রকাশিত: ২১:১১, ১৯ আগস্ট ২০১৮

ক্ষমতার মোহে ট্রাম্প অন্ধ ॥  জন ব্রেনান

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক পরিচালক জন ব্রেনান বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার মোহে অন্ধ হয়ে আছেন। তিনি কি বলছেন এবং কি করে চলেছেন তার পরিণতি সম্পর্কে ভাবছেন না। বিরোধীতার মুখোমুখি হলেই প্রেসিডেন্ট খেই হারিয়ে ফেলছেন বলে অভিযোগ করেছেন তিনি। সম্প্রতি ট্রাম্প তার নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহার করায় এর প্রতিক্রিয়ায় মার্কিন টিভি চ্যানেল সিএনএনকে দেয়া এক সাক্ষাতকারে একথা বলেন তিনি। ব্রেনান বলেছেন, তিনি ট্রাম্প সম্পর্কে অনেক কথা জানেন। সময় হলেই সেগুলো ফাঁস করে দেবেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় এখনো কিছু বলেননি। জানা গেছে, প্রেসিডেন্টের সমালোচনা করায় ব্রেনানের ‘সিকিউরিটি ক্লিয়ারেন্স’ বাতিল করেছেন ট্রাম্প। এর মাধ্যমে ‘স্পর্শকাতর তথ্যপ্রাপ্তি এবং এ নিয়ে উত্তরসূরিদের সঙ্গে পরামর্শের সুবিধা’ কেড়ে নেওয়া হলো ব্রেনানের কাছ থেকে। বুধবার এ সিদ্ধান্তের কথা সংবাদ সম্মেলন করে জানিয়ে দেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স। সারাহ লিখিত বিবৃতিতে বলেন, ‘ব্রেনানের খামখেয়ালি কর্মকাণ্ড ও আচরণের কারণে’ তার সিকিউরিটি ক্লিয়ারেন্স বাতিল করেছেন প্রেসিডেন্ট। ২০১৩ সাল থেকে সিআইএ প্রধানের দায়িত্ব পালন করে আসা ব্রেনান বিশ্বের সবচেয়ে প্রভাবশালী গোয়েন্দা সংস্থাটি থেকে বিদায় হন ট্রাম্প ২০১৭ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট হওয়ার পরই। ব্রেনান বরাবরই ট্রাম্পের সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। সর্বশেষ গত জুলাইতে হেলসিংকিতে একটি সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বৈঠক করার পর এ বিষয়ে ব্রেনান বলেন, ট্রাম্প যেটা করেছেন সেটা বিশ্বাসঘাতকতা ছাড়া কিছুই নয়। যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ তদন্তের মধ্যে এই বৈঠকে বসায় ট্রাম্পের কাণ্ডজ্ঞান নিয়েও প্রশ্ন তোলেন ব্রেনান।
×