ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দাউদ ইব্রাহিমের অন্যতম সহযোগী গ্রেফতার

প্রকাশিত: ২১:১৯, ১৯ আগস্ট ২০১৮

দাউদ ইব্রাহিমের অন্যতম সহযোগী  গ্রেফতার

অনলাইন ডেস্ক ॥ ভারতের অন্যতম মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের অন্যতম সহযোগী জাবির মোতিকে লন্ডনে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। গত শুক্রবার লন্ডনের হিলটন হোটেল থেকে তাকে গ্রেপ্তার করলেও রবিবার এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। ব্রিটিশ পুলিশের বরাত দিয়ে এখবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। ভারতীয় গণমাধ্যমের খবর বলা হয়, লন্ডনে দাউদের আর্থিক লেনদেনের হিসেবরক্ষক হিসেবে কাজ করত জাবির৷ মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা থেকে আসা দাউদের আর্থিক লেনদেন দেখত সে৷ পাশাপশি মাদক পাচার, বেআইনি অস্ত্র পাচারের দিকটিও দেখাশুনা করত জাবির। দাউদের স্ত্রী মেহেজবিনের সঙ্গে যোগাযোগ ছিল জাবিরের৷ দাউদের ডি কোম্পানির বিদেশের ব্যবসার পুরোটাই দেখত জাবির৷ দাউদের ঘনিষ্ঠ মহলে জাবির মোতি জাবির সিদ্দিকি নামে পরিচিত৷ পাকিস্তানের নাগরিক জাবির ইব্রাহিমের ডি কোম্পানির প্রধান হিসাব রক্ষক ছিল৷ মাদক পাচারের পাশাপাশি বেশ কয়েকটি অপহরণ, ব্যাংক লুটের মামলাও রয়েছে জাবিরের বিরুদ্ধে৷
×