ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈদ যাত্রায় বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘন্টায় ৫৯ লাখ টাকা টোল আদায়

প্রকাশিত: ২৩:১৯, ১৯ আগস্ট ২০১৮

ঈদ যাত্রায় বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘন্টায় ৫৯ লাখ টাকা টোল আদায়

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ ঈদ যাত্রার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের অংশে এখন পর্যন্ত যানজটের সৃষ্টি হয়নি। ঈদ যাত্রায় তৃতীয় দিনেও রবিবার পর্যন্ত ব্যস্ততম এই মহাসড়কে ভোগান্তি ছাড়াই ঈদে ঘরমুখো মানুষ যাতায়াত করতে পারছেন। মহাসড়কে স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে। যানজট নিরসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় এক হাজার সদস্য কাজ করছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় দুই কোটি ৫৮ লাখ ৯৭ হাজার ৪৯০ টাকার টোল আদায় করেছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ। এই বিপুল পরিমাণে টোল আদায়ের মধ্য দিয়ে আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করা হয়। এর মধ্য দিয়ে এ সেতুর সর্বোচ্চ টোল আদায়ের নতুন রেকর্ড গড়ে উঠল। সরেজমিনে মহাসড়কের বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক গতিতে চলছে। মহাসড়কে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া মহাসড়ক অনেক সময় ফাঁকা হয়ে যাচ্ছে। টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, মহাসড়কে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু কোথায় কোন দীর্ঘ কিংবা যানজট সৃষ্টি হয়নি। মহাসড়কে অনেক সময় ফাঁকা অবস্থায় থাকছে। মহাসড়কে জেলা পুলিশ, ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশসহ বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন ছাড়াও পরিবহন মালিক-শ্রমিক সমিতির সদস্যরা কাজ করছে। পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক মানেই ঈদে ঘরমুখো মানুষের চরম ভোগান্তির আশঙ্কা। বিগত কয়েক বছর যাবৎ মহাসড়কে চারলেন প্রকল্পের কাজ চলমান থাকায় উত্তরবঙ্গসহ ২৩টি জেলার মানুষের ভোগান্তির কোন শেষ ছিল না। টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা থেকে গাজীপুরের ভোগড়া পর্যন্ত প্রায় ৭০কি.মি. এলাকা জুড়েই ছিল রাস্তা খানাখন্দ আর নানা প্রতিবন্ধকতা। ফলে প্রায় প্রতিদিনই যানজট এবং সড়ক দুর্ঘটনার কবলে পড়তে হতো সাধারণ যাত্রী ও গাড়ি চালকদের। বর্তমানে মহাসড়কের ২৩টি ব্রিজ সম্পূর্ণ হয়। গত (১৪ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কন্সফারেন্সের মাধ্যমে এই মহাসড়কের ২৩টি বিজ্র উদ্বোধন করেন। এছাড়া মির্জাপুরের ধেরুয়া রেলক্রসিং এলাকায় উড়াল সেতুর একপাশ খুলে দেয়া হয়েছে ঈদে চলাচলের জন্য। টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় আরও বলেন, আশা করছি অন্যান্য সময়ের তুলনায় এবার ঈদ যাত্রায় ঘরমুখো মানুষ ভোগান্তি ছাড়াই নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে। মহাসড়কে যানজট নিরসনে পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। পাশাপাশি সড়কে সাদা পোশাকে লোক থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বদায় সহায়তা করবে। এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট আজিজুর রহিম তালুকদার বলেন, ঈদ যাত্রায় মহাসড়কে কোন চাপ নেই, নেই যানজটও। মহাসড়ক প্রায়ই ফাঁকা অবস্থায় দেখা যায়। তবে যানজট নিরসনে পুলিশ ব্যাপক তৎপর রয়েছে বলে তিনি জানায়। এদিকে শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজা দিয়ে ছোট-বড় বিভিন্ন ধরনের ২৫ হাজার ৭৬৯টি যানবাহন পারাপার হওয়ায় এ রেকর্ডের সৃষ্টি হয়। যা বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার সর্বোচ্চ সংখ্যাক টোল আদায় করে নতুন রেকর্ড গড়লো। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার (ওসি) মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ঈদ যাত্রায় দুই কোটি ২৬ লাখ ৪২ হাজার ৭৮০ টাকার টোল আদায় হয়েছিল। এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার (ওসি) মোশারফ হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় দুই কোটি ৫৮ লাখ ৯৭ হাজার ৪৯০ টাকার টোল আদায়ের মধ্য দিয়ে সেতু কর্তপক্ষ এ রেকর্ড অর্জন করেছে। যা গত বছরের ঈদ যাত্রায় চেয়ে ৩২ লাখ ৫৪ হাজার ৭১০ বেশি টোল আদায় হয়। তবে আগামীতে আবারও এই রেকর্ড ভাঙার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
×