ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জামালপুরে খড়ের পালার নিচ থেকে ২৬ বস্তা ভিজিএফ চাল উদ্ধার

প্রকাশিত: ২৩:২১, ১৯ আগস্ট ২০১৮

জামালপুরে খড়ের পালার নিচ থেকে ২৬ বস্তা ভিজিএফ চাল উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় খড়ের পালার নিচ থেকে ২৬ বস্তা ভিজিএফ চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সাতপোয়া ইউনিয়নের হেলেঞ্চাবাড়ি মোড়ে অভিযান চালিয়ে এই ভিজিএফ চাল উদ্ধার করেন। জানা গেছে, ঈদুল আযহা উপলক্ষে দু:স্থদের জন্য ভিজিএফ বরাদ্দের চাল কালোবাজারে বিক্রি করা হয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ীর ইউএনও মো. সাইফুল ইসলাম এবং সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মোহাব্বত কবির শনিবার রাত ১২টার দিকে পুলিশসহ উপজেলার সাতপোয়া ইউনিয়নের হেলেঞ্চাবাড়ি মোড়ে অভিযান চালান। এ সময় তারা স্থানীয় ব্যবসায়ী কাবিল উদ্দিনের বাড়ি সংলগ্ন একটি দোকানের পেছনে খড়ের পালার নিচ থেকে ২৬ বস্তা ভিজিএফ চাল উদ্ধার করেন। প্রতিটি ৫০ কেজি ওজনের ২৬ বস্তায় মোট চাল রয়েছে ১ হাজার ৩০০ কেজি। তবে চালগুলো কে কার কাছে বিক্রি করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। চালগুলো সেখান থেকে উদ্ধার এবং জব্দ করে সরিষাবাড়ী থানা পুলিশের জিম্মায় রাখা হয়েছে। সরিষাবাড়ীর ওসি (তদন্ত) মোহাম্মদ মোহাব্বত কবীর জানান, জব্দ করা ২৬ বস্তা ভিজিএফ চাল সরিষাবাড়ী থানার জিম্মায় রয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
×