ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা যাবে না ॥ রিজভী

প্রকাশিত: ০৫:৪৫, ২০ আগস্ট ২০১৮

  আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা যাবে না ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ ইভিএমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি। দলের নেতাদের ধারণা একাদশ জাতীয় সংসদ নির্বাচন ইভিএমের মাধ্যমে হলে ক্ষমতাসীন দল ভোট কারচুপির সুযোগ নেবে। তাই বেশ ক’দফা নির্বাচন কমিশনে গিয়ে লিখিতভাবে ইভিএম ব্যবহার না করার দাবি করলেও রবিবার সংবাদ সম্মেলন করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার না করার দাবি জানান। জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ৩শ’ আসনে ইভিএম ব্যবহারের চিন্তা নির্বাচন কমিশনের না থাকলেও কিছু আসনে তা করার প্রস্তুতি রয়েছে। আর এ জন্যই বিদেশ থেকে ইভিএম মেশিন আনার চেষ্টা চলছে। তবে এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত করেনি নির্বাচন কমিশন। তবে বিদেশ থেকে ইভিএম মেশিন ক্রয়ের আগে এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। উল্লেখ্য, বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর নিবন্ধিত সকল রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, সাবেক নির্বাচন কমিশনার, সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষণ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেন। তখন আওয়ামী লীগ ও তাদের সমমনা কিছু দল ছাড়া নির্বাচন কমিশনের মতবিনিময়ে অংশ নেয়া নেয়াদের মধ্যে অধিকাংশই দেশের বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে নির্বাচনে ইভিএম ব্যবহার না করার প্রস্তাব করেন। তাই সবার সঙ্গে মতবিনিময় পর্ব শেষ করে প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন রাজনৈতিক দলগুলো না চাইলে নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। অবশ্য এর পর বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার করা হলেও বিএনপির পক্ষ থেকে জোরালো কোন প্রতিবাদ করা হয়নি। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি আবার ইভিএমের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এখন দলটির সিনিয়র নেতারা বলছেন কোন অবস্থাতেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা যাবে না।
×