ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ট্রেনের সিডিউল বিপর্যয় ॥ যাত্রী দুর্ভোগ

প্রকাশিত: ০৫:৪৫, ২০ আগস্ট ২০১৮

  রাজশাহীতে ট্রেনের  সিডিউল বিপর্যয় ॥  যাত্রী দুর্ভোগ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ট্রেন ও বাসের সিডিউল বিপর্যয়ের মধ্যে পড়েছে এবার উত্তরাঞ্চলের মানুষের ঈদযাত্রা। ট্রেন ও বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে ঘরমুখো মানুষকে। এরই মধ্যে রাজশাহীর রেলস্টেশনে বেড়েছে ঘরমুখো যাত্রীদের চাপ। আজ সোমবার শেষ কর্মদিবস। তবে অগ্রিম ছুটি নিয়েই রবিবার অনেকে ছুটছেন শিকড়ের টানে। তাতেও যেন স্বস্তি নেই! কারণ সিডিউল বিপর্যয়ের কারণে দেরিতে ছাড়ছে ট্রেন। ফলে দুর্ভোগও কমছে না ঘরমুখো মানুষের। রবিবার রাজশাহী রেলস্টেশনে সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই হুমড়ি খেয়ে পড়েছে ঘরমুখো মানুষ। রেলস্টেশন যেন জনসমুদ্র। প্রায় প্রতিটি আন্তঃনগর ট্রেনই রাজশাহী রেলস্টেশন ছেড়েছে এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত দেরিতে। আবার নির্ধারিত সময়ের দেড় থেকে দু’ঘণ্টা দেরিতে রাজশাহী পৌঁছাচ্ছে ঢাকাসহ বিভিন্ন এলাকার ট্রেন। এতে ঈদ যাত্রার তৃতীয় দিনে এসে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো হাজারও মানুষ।
×