ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কারাগার থেকে মুক্তি পেলেন আরও ৯ ছাত্র

প্রকাশিত: ১৯:২২, ২০ আগস্ট ২০১৮

কারাগার থেকে মুক্তি পেলেন আরও ৯ ছাত্র

অনলাইন রিপোর্টার ॥ নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় সংঘাত, ভাঙচুর, উসকানি ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে করা মামলায় গ্রেফতার হওয়া আরও ৯ শিক্ষার্থী জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পান। এর আগে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন ৯ শিক্ষার্থী। এ নিয়ে আন্দোলনের সময় কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে বন্দি ২২ শিক্ষার্থীর মধ্যে সোমবার সকাল পর্যন্ত ১৮ জন মুক্তি পেলেন। বাকি চার শিক্ষার্থীর জামিনের কাগজপত্র ঠিকঠাক হলে তারাও আজ সোমবার দুপুরের মধ্যে মুক্তি পাবেন বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জেলার জাহিদুল আলম। সোমবার সকালে মুক্তি পাওয়া ৯ ছাত্র হলেন- সাউথ ইস্টের ফার্মাসি বিভাগের ছাত্র জাহিদুল হক, টেক্সটাইল ইঞ্জিয়ারিং বিভাগর নূর মোহাম্মদ, ইস্ট ওয়েস্টের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের ছাত্র খালিদ রেজা, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র রেদোয়ান আহমেদ, জেনেটিক ইঞ্জিয়ারিং অ্যান্ড বায়ো-টেকনোলজির ছাত্র রাশেদুল ইসলাম, নর্থ সাউথের মাইক্রো বায়োলজির ছাত্র শাখাওয়াৎ হোসেন, বিবিএর ছাত্র আজিজুল করিম, আইইউবির বিবিএর ছাত্র শিহাব শাহরিয়ার ও ইস্ট ওয়েস্টের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের ছাত্র তরিকুল ইসলাম।
×