ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইরানে সকল মার্কিন চেষ্টা ব্যর্থ হবে ॥ জারিফ

প্রকাশিত: ২০:২৩, ২০ আগস্ট ২০১৮

ইরানে সকল মার্কিন চেষ্টা ব্যর্থ হবে ॥ জারিফ

অনলাইন ডেস্ক ॥ ইরানে অভ্যুত্থান ঘটানোর সকল মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ। ওয়াশিংটন ইরান বিষয়ক নীতিমালা নির্ধারণ ও সমন্বয়ের জন্য একটি দল গঠনের ঘোষণা দেওয়ার কয়েকদিন পরই এমন মন্তব্য করলেন তিনি। ১৯৫৩ সালে ইরানের প্রথম গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান পরিচালনা করেছিল যুক্তরাষ্ট্র। সম্প্রতি ওই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এক টুইটে জারিফ বলেন, ৬৫ বছর আগে যুক্তরাষ্ট্র গণতান্ত্রিকভাবে নির্বাচিত ড. মোসাদ্দেকের সরকারের পতন ঘটায়। ফিরিয়ে আনে স্বৈরশাসন। ইরানীদের পরবর্তী ২৫ বছর ধরে ইরানীদের ওই শাসনের শিকার হতে বাধ্য করেছিল। তিনি আরো বলেন, এখন একটি ‘অ্যাকশন গ্রুপ’, চাপ, ভুয়া তথ্য ও সাধারণ জনগণের মধ্যে কুসংস্কার ছড়িয়ে দিয়ে ওই একই স্বপ্ন দেখছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বৃহস্পতিবার ‘ইরান অ্যাকশন গ্রুপ’ গঠনের ঘোষণা দেন। এই দলের লক্ষ্য হচ্ছে ইরান সরকারের আচরণে পরিবর্তন আনা। -আল জাজিরা
×