ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় চার হাজার পরিবার আগামিকাল ঈদ-উল-আজহা উদযাপন করবে

প্রকাশিত: ০১:৩৮, ২০ আগস্ট ২০১৮

কলাপাড়ায় চার হাজার পরিবার আগামিকাল  ঈদ-উল-আজহা উদযাপন করবে

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ উপকূলীয় কলাপাড়ার প্রায় চার হাজার পরিবার আগামিকাল মঙ্গলবার ঈদ-উল-আজহা উদযাপন করছেন। প্রতি বছরের মত সৌদি আরবের সঙ্গে মিল রেখে এরা ঈদ উদযাপন করবেন। ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাঁগিরিয়া, শাহ্ সূফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গনে এই অনুসারীদের ঈদের নামাজের প্রধান জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। চালিতাবুনিয়া, গিলাতলী, ফুলতলী, পাঁচজুনিয়া ও ধানখালী দরবার শরীফের হাজারো অনুসারি প্রধান জামাতে অংশ গ্রহণ করে। এছাড়া কলাপাড়া পৌর শহরের নাইয়াপট্টি, উত্তর লালুয়া মাঝিবাড়িতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এরপরই তারা কেরাবানির পশু জবাই করেন। নিশানবাড়িয়া দরবার শরীফের পরিচালক নিজাম উদ্দিন বিশ্বাস জানান, তারা চিটাগং এর চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ গ্রামের সিলসিলায়ে আলীয়া কাদরিয়া চিশতিয়া জাহাগিরিয়িা তরিকতের অনুসারী। স্থানীয় ভাষায় এদেরকে চাঁদ টুপির অনুসারী বলা হয়। নিশানবাড়িয়া, গন্ডামারি, মরিচবুনিয়া, চালিতাবুনিয়া, ছইলাবুনিয়া, সেনের হাওলা, পৌর শহরের নাইয়াপট্টি, বাদুরতলী, তেগাছিয়া, সাফাখালী, চরপাড়া,আজিমদ্দিন গ্রামে প্রায় চার হাজার পরিবারে ১৫ হাজার লোক বসবাস করছেন।
×