ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দাউদকান্দিতে ফেরী সার্ভিস উদ্বোধন করলেন নৌ পরিবহন মন্ত্রী

প্রকাশিত: ০১:৫২, ২০ আগস্ট ২০১৮

দাউদকান্দিতে ফেরী সার্ভিস উদ্বোধন করলেন নৌ পরিবহন মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি ॥ আজ বিকাল ৫ টায় দাউদকান্দি মেঘনা গোমতী সেতুর পশ্চিম পাড়ে ফেরী সার্ভিস উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। ঈদ মুখি যাত্রীরা যথা সময়ে বাড়ী পৌছতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যানজট নিরসনে দাউদকান্দি ফেরী সার্ভিস উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে তিনি বলেন- মেঘনা-গোমতী সেতু হওয়ার আগে ফেরী সার্ভিসটি চালু ছিল । এখন সেতু থাকা সত্তেও জনস্বার্থে যানজট নিরসনে এ ফেরী সার্ভিসটি অগ্রনী ভূমিকা পালন করবে। এ সময় তিনি আরো বলেন, পূর্বে ঘোষনাকৃত দাউদকান্দি নদী বন্দর বাস্তবায়ন অতি শীঘ্রই হবে। এই নদী বন্দর চালু হলে দাউদকান্দির তথা দেশের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে এটি বিরাট ভূমিকা পালন করবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মেঘনা-গোমতী নির্মানাধীন ২য় সেতুটি আগামী মার্চের মধ্যেই চালু হবে। এটি চালু হলে চলমান যানজট আর হয়তো থাকবে না। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিআই ডব্লিউ টিএ চেয়ারম্যান মোজাম্মেল, বিআইডব্লিউ টিসি চেয়ারম্যান মোঃ মফিজুল হক, প্রধান নির্বাহী প্রকৌশলী ইবনে আলম হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব হোসেন, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম, গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার তাসনিন জেবিন, দাউদকান্দি প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব প্রমূখ।
×