ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈদ জামাত কখন কোথায়

প্রকাশিত: ০৩:৪৪, ২১ আগস্ট ২০১৮

ঈদ জামাত কখন কোথায়

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পবিত্র ঈদ-উল- আজহার প্রথম ও প্রধান জামাত সকাল ৭টা ৪৫ মিনিটে জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত হবে। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৪৫ মিনিটে। প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ্র খতিব হযরতুল আল্লামা আলহাজ সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ্র সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা আহমদুল হক। বাকলিয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্টেডিয়ামে প্রথম ঈদ জামাত হবে সকাল ৮টায় এবং লালদীঘি সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদে ঈদ জামাত হবে সকাল ৭টা ৩০ মিনিটে। জালালাবাদ আরেফিন নগর সিটি কর্পোরেশন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের ঈদ জামাত হবে সকাল ৮টায়। নগরীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে হযরত শেখ ফরিদ (রঃ) চশমা ঈদগাহ ময়দান, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদ (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন) প্রাকৃতিক দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে মাঠের পরিবর্তে স্ব-স্ব মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া নগরীর ৪১টি ওয়ার্ডের প্রতি ওয়ার্ডে সম্মানিত কাউন্সিলরগণের তত্ত্বাবধানে ১টি করে প্রধান ঈদ জামাতসহ ৪১টি ওয়ার্ডে সর্বমোট ১৬৫টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ওয়ার্ডওয়ারী ঈদ জামাতের স্থানগুলো হচ্ছে- হযরত শেখ ফরিদ (রঃ) চশমা ঈদগাহ ময়দান, হযরত খাজা মুফতি গরীবুল্লাহ শাহ্ (রঃ) মাজার সংলগ্ন ঈদগাহ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, চট্টগ্রাম শাহী জামে মসজিদ, কোরবানীগঞ্জ জামে মসজিদ, বলুয়ারদীঘির পূর্ব পাড়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন সুগন্ধা জামে মসজিদ, খোশাল শাহ্ ঈদগাহ ময়দান, ফতেয়াবাদ ঈদগাহ ময়দান, শেরশাহ কলোনি প্রধান ঈদগাহ ময়দান, বদর পীর ঈদগাহ ময়দান, হযরত সুলতান বায়েজিদ বোস্তামী (রঃ) দরগাহ মসজিদ ময়দান, বায়েজিদ বোস্তামী (রঃ) মাজার মসজিদ, বালুছড়া মসজিদ ঈদগাহ ময়দান, কুলগাঁও সিটি কর্পোরেশন স্কুল ও কলেজ ময়দান, পাঁচলাইশ সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয় মাঠ, চালিতাতলী ঈদগাহ ময়দান, ওয়াজেদিয়া মাইজ্যাবিবি শাহী জামে মসজিদ ময়দান, ওয়াজেদিয়া হাইস্কুল মাঠ, সৈয়দ নগর প্রাথমিক বিদ্যালয় মাঠ, হাজীর পুল বায়তুল নূর জামে মসজিদ ঈদগাহ ময়দান, বহদ্দারহাট ওয়াপদা কলোনি ময়দান, নুরজ্জমান নাজির বাড়ি জামে মসজিদ, বায়তুল ইকরাম জামে মসজিদ, আল আমিন বারীয়া মাদ্রাসা ময়দান, আজম জামেয়া উলুম প্রাথমিক বিদ্যালয় মাঠ, তৈয়বিয়া জামে মসজিদ, কাদেরীয়া জামে মসজিদ, পূর্ব ষোলশহর গাজী শাহ জামে মসজিদ ময়দান, ওমর আলী মাতব্বর জামে মসজিদ, আমিন কলোনি জুট মিলস মসজিদ, জাঙ্গালপাড়া শাহী জামে মসজিদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা জামে মসজিদ, খতিবের হাট জামে মসজিদ, পূর্ব নাসিরাবাদ শাহী জামে মসজিদ, বিবিরহাট ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা ময়দান, মাদানী শাহী জামে মসজিদ, নাসিরাবাদ সরকারী স্কুল ময়দান, মোহাম্মদপুর মুরাদপুর চত্বর, মুরাদপুরস্থ বিশ্বরোড চত্ত্বর, ভেলুয়ারদীঘি জামে মসজিদ ঈদগাহ ময়দান, পশ্চিম ফিরোজ শাহ ঈদগাহ মাঠ, ইস্পাহানি জামে মসজিদ, নেছারিয়া আলিয়া মাদ্রাসা ময়দান, পাহাড়তলী বালিকা উচ্চ বিদ্যালয় ময়দান, পাহাড়তলী পুলিশ বিট মসজিদ, কালুরঘাট ইস্পাহানী জুট মিল জামে মসজিদ ময়দান, উত্তর কাট্টলী মোস্তফা হাকিম কলেজ ময়দান, উত্তর কাট্টলী বিশ্বাসপাড়া জামে মসজিদ, সাগরিকা কেন্দ্রীয় জামে মসজিদ, বি-ব্লক বায়তুল আজিম জামে মসজিদের পার্শ্বে এক্স ক্লাব ময়দান, ছদু চৌধুরী বাড়ি জামে মসজিদ, মোসেন চৌধুরী বাড়ি জামে মসজিদ, থানা ময়দান ঈদগাহ, পিএইচ আমিন একাডেমি স্কুল ময়দান ফইল্ল্যাতলী বাজার, সরদার বাহাদুর নগর ঈদগাহ ময়দান, ওমর গণি এমইএস কলেজ ময়দান, ওয়ার্লেস কলোনি পুরাতন জামে মসজিদ, চাঁনমারী রোডস্থ কাঁচাবাজার প্রধান ঈদ জামাত, মেহেদীবাগ সিডিএ কলোনি জুমা মসজিদ, রেলওয়ে পলোগ্রাউন্ড ময়দান, প্যারেড ময়দান, পূর্বনাসিরাবাদ বিপ্লব উদ্যান জামে মসজিদ, দেওয়ান বাজার সিএ্যান্ডবি কলোনি জামে মসজিদ ঈদগাহ ময়দান, মেডিক্যাল কলেজ মসজিদ ময়দান, দারুল উলুম আলিয়া মাদ্রাসা ময়দান, সুজারমা জামে মসজিদ, চেয়ারম্যান ঘাটা, বায়তুল মামুর জামে মসজিদ, মোজাহেরুল উলুম মাদ্রাসা ময়দান, মিয়াখান নগর, মধ্যম বাকলিয়া ফোরকানিয়া মাদ্রাসা ময়দান, আবদুল লতিফ হাট, মিয়াখান সদর মসজিদ, বেলাখান সদর মসজিদ, মিয়াখান নগর, আতরজান জামে মসজিদ, ঘাটফরহাদবেগ নুর মোহাম্মদ সওদাগর মসজিদ, ইসহাকের পোল চারতলা জামে মসজিদ, লালু মাঝির বাড়ি কোরবানীগঞ্জ, মোমবাতিগলিস্থ এয়াকুব আলী সওদাগর জামে মসজিদ, ফকির মোহাম্মদ জামে মসজিদ, মাছুয়া ঝর্ণা লেইন, রুমঘাটা জামে মসজিদ, খলিফাপট্টি বায়তুন নুর জামে মসজিদ, কাজী সৈয়দ জামে মসজিদ, সাব এরিয়া, এনায়েত বাজার শাহী জামে মসজিদ, রেলওয়ে হাসপাতাল কলোনি জামে মসজিদ, রহমতগঞ্জ বাংলা কলেজ মাঠ (শিশুবাগ), খান শাহ মসজিদ বায়তুল সড়ক জুমা মসজিদ ময়দান, জুনশাহ জামে মসজিদ, ঈদগাহ কারবালার ময়দান, কাশেম ভা-ারী জামে মসজিদ, উত্তর হালিশহর হাউজিং বায়তুল আজিম কমপ্লেক্স ময়দান, বেপারী পাড়া ঈদগাহ ময়দান (আলপনা কমিউনিটি সেন্টারের পার্শ্বে), আগ্রাবাদ সরকারী কমার্স কলেজ চত্ব¡র, খান সাহেব আবদুল হাকিম মিয়া মসজিদ মনছুরাবাদ, পশ্চিম মাদারবাড়ী আবুল খায়ের মসজিদ, মাদারবাড়ী পাম্প হাউস জামে মসজিদ, আগ্রাবাদ জাম্বুরী ময়দান, সদরঘাট মনোহরখালী বন্দর কলোনি ময়দান, সিডিএ আগ্রাবাদ আঞ্চলিক এলাকা ময়দান, উত্তর নালাপাড়া সিটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ময়দান, ফকিরহাট শেখ লতিফ চৌধুরী জামে মসজিদ, স্টেশন রোড জুমা মসজিদ ময়দান, কলেজিয়েট হাইস্কুল ময়দান, হজরত শাহ ছুফী আমানত (রঃ) মসজিদ ময়দান, মাঝিরঘাট শাহ বিবি মসজিদ,আলহাজ ছুফী সোবহান সওদাগর জামে মসজিদ ময়দান, পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ ব্রিকফিল্ড রোড, সিএ্যান্ডবি, পাথরঘাটা মধু বেপারী জামে মসজিদ, নজুমিয়া লেইন, ছজওয়ার খাঁন পেশকার জামে মসজিদ, ইকবাল রোড, খাতুনগঞ্জ জামে মসজিদ ময়দান, ফিরিঙ্গী বাজার জামে মসজিদ, ভূইয়াগাজী জামে মসজিদ, হালিশহর, মুনিরনগর, চাক্তাই নয়া মসজিদ, সুলতান আহমদ জামে মসজিদ চত্ব¡র, শমসের খান ওয়াক্ফ মসজিদ ঈদজামাত ময়দান খাতুনগঞ্জ, হযরত মুহাম্মদ আলী শাহ্ (রঃ) কমপ্লেক্স জামে মসজিদ, পূর্ব হোসেন আহমদ পাড়া, উত্তর পতেঙ্গা, খিজির (আঃ) জামে মসজিদের সংলগ্ন পতেঙ্গা ইসলামিয়া আলিয়া মাদ্রাসা মাঠ, হালিশহর বেগমজান হাইস্কুল মাঠ, দক্ষিণ পতেঙ্গা ওমর ফারুক জুমা মসজিদ ঈদগাহ ময়দান, কাটাখালী আলিশাহ মসজিদ, শেখ আহমদ আলী ফকিরবাড়ী মসজিদ, উত্তর পতেঙ্গা হোসেন আহমদ পাড়া জামে মসজিদ, পশ্চিম ফিরোজশাহ ঈদগাহ ময়দান, নুরানী জামে মসজিদ, দক্ষিণ কাট্টলী, হামজা চৌধুরীবাড়ী জামে মসজিদ, হাজী চাঁন্দগাজী জামে মসজিদ আবদুল লতিফ হাট, কাপাসগোলা সিটি কর্পোরেশন স্কুল ও কলেজ মাঠ, মধ্যম বাকলিয়া ফোরকানিয়া মাদ্রাসা, হালিশহর জরিনা মফজল সিটি কর্পোরেশন কলেজ ময়দান, চট্টেশ্বরী গায়েবী মসজিদ, আমানত খান সড়ক, পাঠানটুলী, জামেয়া উলুম প্রাথমিক বিদ্যালয়, হযরত টাকশাহ মিয়া দরগাহ মসজিদ সংলগ্ন সড়ক, পূর্ব বাকলিয়াস্থ গভর্মেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউট, পাঠানটুলীস্থ আমীর হোসেন দোভাষ সড়ক চত্বর, কালামিয়া বাজারস্থ মোর আলী বাপের (দ্বিতল) মসজিদ, হযরত মুঈনদ্দিন শাহ (রঃ) মাজার জামে মসজিদ, আলকরণ ১নং গলিস্থ বেলাল শাহ জামে মসজিদ কমিটির ঈদ জামাত, আলকরণ মোড়ে, আলকরণ মসজিদ-এ-বায়তুর রহমত, আলকরণ রোড, আবেদীন কলোনি জামে মসজিদ ঈদগাহ, মদিনা বাজার, ডিসি রোড, পশ্চিম বাকলিয়া, বায়তুশ শরফ ধনিয়ালাপাড়া, ডি.টি রোড, পাঁচলাইশ ওয়ার্ডস্থ নব-নির্মিত ইব্রাহিম জামে মসজিদ ঈদগাহ ময়দান, চৌধুরী জামে মসজিদ, লোহার পোল, সরাইপাড়া, গ্রিনভিউ আবাসিক এলাকা জামে মসজিদ, হাজী গোলাম কাদের চৌধুরী জামে মসজিদ, হযরত মোহাম্মদ আলী শাহ্ (রাঃ) জামে মসজিদ, বারেক নগর জামে মসজিদ, আলহাজ জাকির কন্ট্রা. জামে মসজিদ, খেজুরতলা বায়তুর মামুর জামে মসজিদ, হাজী চাঁন্দমিঞা মসজিদ, হাজীপাড়া, পাঁচলাইশ, জহুর হকার্স মার্কেট সিটি কর্পোরেশন জামে মসজিদ, জে.এম.সেন স্কুল এ্যান্ড কলেজ মাঠ ফিরিঙ্গীবাজার, মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা নূরনগর, নতুন মনছুরাবাদ জামে মসজিদ, দক্ষিণ কাট্টলী মোঃ হোসেন চৌধুরী বাড়ী জামে মসজিদ, হালিশহর কেন্দ্রীয় জামে মসজিদ, কাজীর দিঘী জামে মসজিদ, বিডিআর মাঠ, হালিশহর আর্টিলারি রোড, নূর ইসহাক হোসাইনিয়া জামে মসজিদ, মধ্যম শহীদ নগর, অক্সিজেন, হযরত হামজা খাঁ (রঃ) জামে মসজিদ, আল আমিন শাহী জামে মসজিদ, স্টেডিয়াম শাহী জামে মসজিদ, এবাদুল্লাহ পন্ডিত মসজিদ, তালেবিয়া শাহী জামে মসজিদ, হযরত ওয়াস কুরুনী মসজিদ ও ইব্রাহীম জামে মসজিদ। . রাজশাহী স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, রাজশাহীতে ঈদ-উল-আজহার প্রধান জামাত সকাল ৮টায় নগরীর ঐতিহ্যবাহী হযরত শাহ্ মখদুম (রহঃ) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়া হলে একই সময় প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহমখদুম (রঃ) দরগা মসজিদে। প্রথম দুটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। নগরীর আমচত্ত্বর আহলে হাদীস মাঠ এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে এ দুটি ঈদ জামাত। এছাড়া সকাল সাড়ে ৭টায় নগরীর উপশহর কেন্দ্রীয় জামে মসজিদ, বড়বনগ্রাম আল ফারুক জামে মসজিদ, শালবাগান গণপূর্ত মাঠ, বিনোদপুর আহলে হাদিস জামে মসজিদ এবং মেহেরচন্ডি নতুনপাড়া ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে। নগরীর বালিয়াপুকুর জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৮টায়। এছাড়া সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে নগরীর সাহেব বাজার বড় রাস্তা, টিকাপাড়া ঈদগাহ মহানগর ঈদগাহ, হাজী লাল মুহাম্মদ ঈদগাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহ, লোকনাথ স্কুল মাঠ, পাঁচানীমাঠ ঈদগাহ, ডাঁশমারি পূর্বপাড়া ঈদগাহ, ডাঁশমারি বাইতুল মারেফত মাঠ, সাতবাড়িয়া ঈদগাহ, মেহেরচন্ডি ঈদগাহ, মির্জাপুর ঈদগাহ, মির্জাপুর পশ্চিমপাড়া জামে মসজিদ, বুলনপুর ঈদগা, মসজিদ-ই-নূর ঈদগাহ, কয়েরদাড়া ঈদগাহ, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা মাঠ, ডিঙ্গাডোবা ঈদগাহ মাঠ, কাশিয়াডাঙ্গা সিটি গেইট ঈদগাহ, কাশিয়াডাঙ্গা ঈদগাহ, মির্জাপুর পূর্বপাড়া ঈদগাহ, ফিরোজাবাদ ঈদগাহ। সকাল সোয়া ৮টায় রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম (তেরখাদিয়া) ঈদগাহ, শিরোইল সরকারী হাইস্কুল ঈদগাহ, মালদা কলোনি ঈদগাহ এবং রামচন্দ্রপুর মহলদার পাড়া ঈদগাহে ঈদ-উল- আজহার নামাজ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টায় রাজশাহী জজ কোর্ট ঈদগাহ ময়দান, লক্ষীপুর ভাটাপাড়া ঈদগাহ, রায়পাড়া বসরী ঈদগাহ, কাঠালবাড়ীয়া ঈদগাহ, রায়পাড়া ঈদগাহ, রাজশাহী কোর্ট স্টেশন ঈদগাহ, মোল্লাপাড়া ঈদগাহ, লক্ষ্মীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠ, কোর্ট বুলনপুর ঈদগাহ মাঠ, খোজাপুর গোরস্থান ঈদগাহ মাঠ, জাহাজঘাট মোড় ঈদগাহ মাঠ, খোজাপুর ১ নম্বর ঈদগাহ, শহীদবাগ জামে মসজিদ এবং ধরমপুর মধ্যপাড়া ঈদগাহ মাঠে জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া উপশহর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ, চৌদ্দপাই মোড় ঈদগাহ, বুধপাড়া ঈদগাহ ময়দান, খাদেমুল ইসলাম স্কুল এ্যান্ড কলেজ এবং তালাইমারী বাজার ঈদগাহ ময়দানে একই সময়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। . বরিশাল স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, জেলার সহস্র্রাধিক মসজিদ ও ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদ-উল-আজহার নামাজের জামাত। এরমধ্যে নগরীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায় হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। পাশাপাশি নগরীর বেশ কয়েকটি মসজিদে দুটি করে ঈদ-উল-আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হবে। তবে নগরীতে সর্বপ্রথম সকাল সাড়ে সাতটায় জেল গেট জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বৃষ্টি ও বৈরি আবহাওয়ার কথা মাথায় রেখে নগরীর বান্দরোডস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইতোমধ্যে ঈদের জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সিটি কর্পোরেশন। এখানে প্রতিবছরের ন্যায় বরিশালের বিভিন্ন আসনের বর্তমান ও সাবেক সাংসদ, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের মেয়রসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন। জাতীয় ইমাম সমিতির মহানগর শাখা সূত্রে জানা গেছে, নগরীর বেশ কয়েকটি মসজিদে দুটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। যার মধ্যে কেন্দ্রীয় জামে কসাই মসজিদে প্রথম ঈদের জামাত সকাল আটটায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে নয়টায়। জামে এবায়দুল্লাহ মসজিদে প্রথম সকাল আটটা ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে নয়টায়। জামে বায়তুল মোকাররম মসজিদে প্রথম সকাল আটটা ও দ্বিতীয় ঈদের জামাত সকাল নয়টায় অনুষ্ঠিত হবে। নগরীর সর্বশেষ ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ১০টায় পুলিশ লাইন জামে মসজিদে। জাতীয় ইমাম সমিতির মহানগর শাখার সভাপতি আলহাজ মাওলানা কাজী আব্দুল মান্নান জানান, নগরীতে সাড়ে চার শ’ মসজিদের মধ্যে তিন শতাধিক মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া বরিশাল সদর উপজলোর চরমোনাই দরবার শরীফে সকাল নয়টায়, গুঠিয়া জামে মসজিদে সকাল সাড়ে আটটায় এবং ঝালকাঠির কায়েদ ছাহেব হুজুরের দরবার শরীফ ও পটুয়াখালীর মির্জাগঞ্জের ইয়ার উদ্দিন খলিফা ছাহেব (রঃ) দরবার শরীফে সকাল সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে ঈদের বৃহত্তর জামাত অনুষ্ঠিত হবে। . খুলনা স্টাফ রিপোর্টার খুলনা অফিস জানায়, খুলনায় ঈদ-উল-আজহার প্রধান জামাত সকাল আটটায় খুলনা সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হবে। টাউন জামে মসজিদে সকাল ন’টায় দ্বিতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রথম ও প্রধান জামাত সকাল আটটায় এবং দ্বিতীয় ও শেষ জামাত সকাল ৯টায় টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া আবহাওয়া প্রতিকূল থাকলে সকাল সাড়ে ৮টায় খুলনা কালেক্টরেটের জামে মসজিদে একটি জামাত অনুষ্ঠিত হবে। নগরীর বসুপাড়া ইসলামাবাদ কমিউনিটি সেন্টার ঈদগাহ, লায়ন্স স্কুল এ্যান্ড কলেজ ঈদগাহ মাঠ, খুলনা আলীয়া মাদ্রাসা, বায়তুন নুর জামে মসজিদ, রূপসা বায়তুশ শরফ জামে মসজিদ, সোনাডাঙ্গা আবাসিক এলাকা বায়তুল্লাহ জামে মসজিদ, নিরালা আবাসিক এলাকা ঈদগাহ, খানজাহান নগর খালাসী মাদ্রাসা ঈদগাহ, দৌলতপুর ঈদগাহ এবং খালিশপুর ঈদগাহ ময়দানসহ নগরীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে সংশ্লিষ্ট পরিচালনা কমিটির নির্ধারিত সময়সূচী অনুযায়ী জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে পৃথকভাবে ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। খুলনা বিশ্বদ্যিালয়ে সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন নতুন কেন্দ্রীয় মসজিদে এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদ-উল-আজহার জামাত অনুষ্ঠিত হবে। . মাগুরা নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় শহরের নোমানী ময়দানে। এছাড়া সকাল সাড়ে আটটায় শহরের দোয়ারপাড় পশ্চিম পাড়া মিয়াবাড়ী জামে মসজিদে, সকাল সাড়ে ৯টায় তালখড়ি মাঠে, নাঘোষা ঈদগাঁ মাঠে, সকাল ১০টায় বাবুখালী ঈদগাঁ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। . নীলফামারী স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, সকাল সোয়া ৮টায় পবিত্র ঈদ-উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এর আগে সকাল ৮টায় পুলিশ লাইন্স ঈদগাহ এবং মুন্সিপাড়া আহলে হাদিস ঈদগাহ ময়দানে ঈদের অপর জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া জেলা শহরের সার্কিট হাউস ঈদগাহ, বারইপাড়া নতুন জামে মসজিদ ঈদগাহ, কুখাপাড়া ধনীপাড়া ঈদগাহ, জোড়দরগা ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় এবং কলেজ স্টেশন ঈদগাহ ও গাছবাড়ি ঈদগাহ ময়দানে সকাল পৌনে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। . গাইবান্ধা নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, শহরে ঈদের প্রধান জামায়াত পৌর ঈদগাহ মাঠে সকাল সোয়া ৮টায় এবং দ্বিতীয় নামাজ সকাল পৌনে ৯টায় অনুষ্ঠিত হবে। এছাড়া শহরে এনএইচ মডার্ন হাইস্কুল মাঠ, পুলিশ লাইন ময়দান, পুলবন্দি ঈদগা মাঠ, রেলস্টেশন জামে মসজিদ, গাওছুল আযম জামে মসজিদ, ডেভিড কোম্পানীপাড়া জামে মসজিদ, ফকিরপাড়া জামে মসজিদ, খানকা শরীফ মাদ্রাসা মসজিদ, গোবিন্দপুর জামে মসজিদ, ভিএইড রোড জামে মসজিদ, সুখ নগর জামে মসজিদ, ব্রিজ রোড আহলে হাদিস জামে মসজিদ, গাইবান্ধা সরকারী কলেজ জামে মসজিদসহ পৌরসভার বিভিন্ন মসজিদ ও ঈদগা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে বলে ইমাম সমিতি সূত্রে জানা গেছে। . বগুড়া স্টাফ রিপোর্টার বগুড়া অফিস জানায়, ঈদ-উল আজহার নামাজের প্রধান জামাত হবে নগরীর সূত্রাপুরে কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়। ইমামতি করবেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদের। প্রতিকূল আবহাওয়ায় অর্থাৎ বৃষ্টি হলে প্রধান ঈদের জামাত হবে নগরীর নিউমার্কেটে অবস্থিত কেন্দ্রীয় জামে মসজিদে। সেখানে প্রথম জামাত হবে সকাল সাড়ে ৮টায়। দ্বিতীয় জামাত হবে সকাল ন’টায়। এরপরও মুসল্লিরা থাকলে তৃতীয় আরেকটি জামাত হবে। এ ছাড়াও নগরীর ঠনঠনিয়া, চকসুত্রাপুর, সুলতানগঞ্জপাড়া, ফুলবাড়ি, ফুলদীঘি, সাবগ্রাম, চেলোপাড়া, গোকুল, আাটাপাড়া আল্লামিয়াতলা ঈদগাহ, করনেশন স্কুল মাঠ, সরকারি আজিজুল হক কলেজ পুরাতন ভবন মাঠ, আলতাফুন্নেছা খেলার মাঠ, পুলিশ লাইন্স ময়দানে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ঈদের জামাত হবে। মহাস্থানগড় মাজার সংলগ্ন মহাস্থান কলেজ মাঠে ঈদের জামাত হবে সকাল সাড়ে ৮টায়। আহালে হাদিস সম্প্রদায়ের ঈদের জামাত হবে জিলা স্কুল মাঠে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া অনুকূলে না থাকলে নগরী ও শহরতলির সকল মসজিদে ঈদের নামাজের প্রস্তুতি নেয়া হয়েছে। ওইসব মসজিদে ঈদের নামাজের সময় স্থানীয়ভাবে ঠিক করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ায় সূত্রাপুর সাতানী মসজিদের ঈদের প্রথম জামাত হবে সকাল ৭টায়। এরপর সাড়ে ৭টা ও ৮টায়। . নওগাঁ নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নওজোয়ান সমিতির মাঠে। জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে ঈদের প্রধান জামাত সুষ্ঠুভাবে সম্পাদনের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে মাঠে সুদৃশ্য প্যান্ডেল নির্মান করা হয়েছে। শহরের প্রধান প্রধান সড়কে বাংলা ও আরবীতে ঈদ মোবারক খচিত ব্যানার টানানো হয়েছে। সরকারী, বেসরকারী ও স্বায়ত্তশাসিত ভবনসমূহে আলোকসজ্জা করনরে কাজ সম্পন্ন হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় এই মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। মওলানা আলহাজ আব্দুল মজিদ এই জামাতে ইমামতি করবেন। . ঠাকুরগাঁও নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁও থেকে জানান, জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়। এখানে ইমামতি করবেন শহরের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজবজ মৌলানা খলিলুর রহমান। এর আগে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে পুলিশ লাইন মাঠে। এছাড়া সকাল নয়টায় আহলে হাদিসের জামাত ঈদের জামাত অনুষ্ঠিত হবে শহরের আনসার ভিডিপি ঈদগাহ মাঠে ও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এবং একই সময়ে জামাত অনুষ্ঠিত হবে বিজিবি ব্যাটালিয়ন মঠে, সালন্দর আলিয়া মাদ্রাসা ঈদগাহ, সত্যপীর মাজার ঈদগাহ, মুন্সিরহাট বার আউলিয়ার মাজার ঈদগা, মুন্সিরহাট ঈদগাহ মাঠে, রোড যুব সংসদ ঈদগাহ, সালন্দর ঈদগাহ, শিংপাড়া ঈদগাহ মাঠে। . নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জ নগরীর মাসদাইর এলাকার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ও পার্শ্ববর্তী একেএম শামসুজ্জোহা স্টেডিয়াম একত্রিত করে ঈদ-উল-আজহার বৃহত্তম জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। সংসদ সদস্য একেএম শামীম ওসমানের উদ্যোগে এ বৃহত্তম জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি বলেন, প্রায় দুই লাখ বর্গফুট জায়গা জুড়ে প্যান্ডেল করা হয়েছে। বৃষ্টি হলেও কোন সমস্যা হবে না। এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন জামে মসজিদে সকাল ৮টায়, নগরীর খানপুর হাসপাতাল সড়কের ঈদের প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। সিদ্ধিরগঞ্জপুল এলাকায় মিজমিজি পাইনাদী কেন্দ্রীয় কবরস্থান কমপ্লেক্স ঈদগাহ মাঠে সকাল ৮টায়, মাদানীর নগর দারুল উলুম মাদ্রাসায় সকাল ৭টায় ও নিমাইকাশারী বাজার মসজিদে সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বন্দর উপজেলার নবীগঞ্জ ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ও দ্বিতীয় জামাতর সাড়ে ৮টায় ও কদমরসুল দরগা শরীফে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সোনারগাঁও উপজেলা ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়, মরিশটেক কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায়, সাদিপুর নানাখি ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ও বড়গাঁও কবরস্থান ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় ও বরগাঁও চেয়ারম্যানপাড়া ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টা ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও আড়াইহাজার পৌর ঈদগাহ ময়দানে সকাল ৯টায়, কাইমপুর ঈদগাহে সকাল ৯টায়, পাঁচগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯টায়, গোপালদি পৌর ঈদগাহ মাঠে সকাল ৯টায়, আড়াইহাজার আলিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায় ও শম্বপুরা উচ্চ বিদ্যালয় ঈদগাহে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। . মুন্সীগঞ্জ স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, ঈদ-উল-আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭ টায় কালেক্টরেট ঈদগা ময়দানে অনুষ্ঠিত হবে। বুধবার এই জামাতে শহরের হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করবেন। এরপর সকাল সাড়ে ৮ টায় দক্ষিণ কোটগাঁও জামে মসজিদে এবং সকাল ৮টায় মুন্সীগঞ্জে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ঈদগায়ে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টার মধ্যে ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে। . রংপুর নিজস্ব সংবাদদাতা রংপুর থেকে জানান, বিভাগীয় শহর রংপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় কালেক্টরেট ঈদগাহ ময়দানে। প্রধানমন্ত্রীর বিশেষ দুত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এখানে নামাজ আদায় করবেন বলে জানা গেছে। তবে বৃষ্টি হলে রংপুরের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কোর্ট জামে মসজিদে সকাল পৌনে ৯টায় এবং ২য় জামাত হবে সোয়া ৯টায়। পুলিশ লাইন্স মাঠ, মুন্সিপাড়া ঈদগাহ, নিউআদর্শ পাড়া ঈদগাহ ও মুলাটোল আলীয়া মাদ্রাসায় সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কেরামতিয়া জামে মসজিদে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। . সিলেট স্টাফ রিপোর্টার সিলেট অফিস জানান, সিলেটে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত হযরত শাহজালাল (র)-এর দরগাহ মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া পুলিশ লাইন ময়দান, আলীয়া মাঠ, কালেক্টরেক্ট মাঠ, কুদ্রত উল্লা জামে মসজিদ, কানিশাইল ঈদগাহ ময়দান, দারুসাসালাম মাদ্রাসা, চৌকিদেখী জামে মসজিদ, ভার্থখলা জামে মসজিদ, এমসি কলেজ ঈদগাহ মাঠসহ শহর- শহরতলীর বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। . কুড়িগ্রাম স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, ঈদ-উল আজহার নামাজ কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রথম জামায়াত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। কুড়িগ্রাম কালেক্টরিয়েট ঈদগাহ মাঠে সকাল পৌনে নয়টায় এবং মাদ্রাসা মাঠে সকাল নয়টায় নামাজ অনুষ্ঠিত হবে। এ ছাড়া হরিকেশ প্রাথমিক বিদ্যালয় মাঠ, পাবলিক লাইব্রেরী মাঠ, হোসেন খা মসজিদ মাঠ, ভেলাকোপা সাত্তার স্কুল মাঠ, খলিলগঞ্জ রেল মাঠ, পলাশবাড়ী প্রাথমিক বিদ্যালয় মাঠ,খলিলগঞ্জ স্কুল এ্যান্ড কলেজ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল নয়টা থেকে ১০টার মধ্যে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। . দিনাজপুর স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, দেশের বৃহত্তম ঈদের জামাত দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে বুধবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আহমেদুজ্জামান ডাবলু জানান, দেশের বৃহত্তম পবিত্র ঈদ-উল আজহার প্রধান জামাত বুধবার সকাল ৯টায় স্থানীয় গোর- এ শহীদ বড়ময়দানে অনুষ্ঠিত হবে। জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকায় একই সময় ঈদের জামাতের আয়োজন করা হয়েছে।
×