ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৩:৫০, ২১ আগস্ট ২০১৮

টুকরো খবর

মুক্তিযোদ্ধার ওপর হামলার প্রতিবাদ নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২০ আগস্ট ॥ বড়াইগ্রামে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাওয়ার সময় পথে সাবেক ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আতাউর রহমান জিন্নাহসহ আওয়ামী লীগ নেতা কর্মীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে ও ঘটনার সঙ্গে অভিযুক্তদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছে উপজেলার সকল মুক্তিযোদ্ধারা। সোমবার সকাল ১০টার দিকে বনপাড়া বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারি। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হামলার শিকার চান্দাই ইউপির সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতাউর রহমান জিন্নাহ, জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, আবুল খায়ের, মোমিনুল হক, গোপালপুর ইউপি কমান্ডার সাইফুল ইসলাম, বীরঙ্গনা রোকেয়া বেগম প্রমুখ। . খাগড়াছড়ি শহরে অর্ধদিবস সড়ক অবরোধ চট্টগ্রাম অফিস, পার্বত্যাঞ্চল প্রতিনিধি ॥ ব্রাশফায়ার ও গুলিতে নিহত সাতজনের ঘটনা নিয়ে তিন পাহাড়ী সংগঠনের ডাকে সোমবার খাগড়াছড়ি শহরে অর্ধদিবস সড়ক অবরোধ পালিত হয়েছে। অবরোধ চলাকালে খাগড়াছড়ির সঙ্গে দূরপাল্লার যানবাহন বন্ধ ছিল। এমনকি অভ্যন্তরীণ সড়কেও কোন যানবাহন চলাচল করেনি। রবিবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসগুলো পুলিশ প্রহরায় শহরে প্রবেশ করানো হয়েছে। শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। অপরদিকে, ব্রাশফায়ারে হত্যাকা-ের ঘটনাস্থল স্বনির্ভর বাজারের দোকানপাট বন্ধ ছিল। ওই দিনের ঘটনা নিয়ে স্থানীয়দের মাঝে উদ্বেগ উৎকণ্ঠার শেষ হচ্ছে না। অপরদিকে, সেনা, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। . না’গঞ্জে ঈদের ছুটি বাড়ানোর দাবি স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সদর উপজেলার শিল্পনগরী ফতুল্লার বিসিকের একটি রফতানিমুখী পোশাক কারখানায় ঈদের ছুটি বাড়ানোর দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। রবিবার রাতে প্যানটেক্স গার্মেন্টসের শ্রমিরা ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ করে সৃষ্টি করে বিক্ষোভ করে। এ সময় উত্তেজিত শ্রমিকরা কয়েকটি গাড়ির কাঁচ ভাংচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। . স্বেচ্ছাসেবক লীগ নেতা আহত স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম. রশীদ আহমদ সন্ত্রাসী হামলায় মারাত্মক আহত হয়েছেন। তার শরীরের চারটি স্থানে কোপ রয়েছে। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০ টা থেকে বেলা পৌনে ১ টা পর্যন্ত রশীদ আহমদের শরীরে অস্ত্রোপচার করা হয়।
×