ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈদের একাধিক নাটকে ইফতেখার পলাশ

প্রকাশিত: ০৪:১১, ২১ আগস্ট ২০১৮

  ঈদের একাধিক নাটকে ইফতেখার পলাশ

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ের প্রতিশ্রুতিশীল সংগঠক ও অভিনেতা ইফতেখার পলাশ। দেড় যুগেরও বেশি সময় ধরে শিল্প-সংস্কৃতি ও সামাজিক আন্দোলনের সঙ্গে জড়িত আছেন। বহুজাতিক একটি উন্নয়ন সংস্থায় চাকরির পাশাপাশি দীর্ঘদিন ধরে মিডিয়ায় নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। এই অভিনেতা সব ধরনের চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নেন। কমেডি, সিরিয়াস অথবা বিমূর্ত যেকোন ধরনের চরিত্রে নিজেকে স্বাচ্ছন্দ্যবোধ করেন। সম্প্রতি ঈদের একাধিক নাটকে অভিনয় করেছেন ইফতেখার পলাশ। পলাশ অভিনয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়েছেন থিয়েটার স্কুল ও সেন্টার ফর এশিয়ান থিয়েটার (সিএটি) থেকে। মঞ্চে কাজ করছেন মোমিনুর রশীদ মিল্লাত, রতন সাহা, দেবাশীষ ঘোষ, আশীষ খন্দকার, নায়লা আজাদ নুপুর, ইসাকা সাওয়াদোগো, কামালউদ্দিন নীলু, অসীম দাশ, তুহিন অবন্ত ও আব্দুল হালিম প্রামাণিক সম্রাটের নির্দেশনায়। ২০০৩ সালে মামুনুর রশীদের একটি একক নাটকে প্রথম ক্যামেরার সঙ্গে পরিচয় ঘটলেও খান মোহাম্মদ বদরুদ্দিন পরিচালিত চ্যানেল আইয়ের ধারাবাহিক নাটক ‘ফানুস’ টেলিভিশন অভিনয়ের প্রথম টার্নিং পয়েন্ট। এর মধ্যেই কাজ করেছেন সালাহউদ্দিন লাভলু, মাসুদ মহিউদ্দীন, তুহিন অবন্ত, চয়নিকা চৌধুরী, রুমান রুনীসহ বেশ ক’জন খ্যাতিমান পরিচালকদের সঙ্গে। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত রোমান্টিক, দ্বন্দ্বময় অথচ হৃদয় ছোঁয়া গল্প নিয়ে নির্মিত বিশেষ ‘অদৃশ্য দেয়াল’ টেলিফিল্মে জাকিয়া বারী মমর বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করে দর্শকনন্দিত হয়েছেন এই অভিনেতা। আসছে ঈদ-উল-আজহার প্রথম দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন ৬-২০ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে ইফতেখার পলাশ অভিনীত নাটক ‘কিপ্টা দুলাভাই’। নাটকটির ফটিক চরিত্রে অভিনয় করেছেন ইফতেখার পলাশ। আসাদুজ্জামান সোহাগের লেখা ও রুমান রুনীর পরিচালনায় নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, আরফান আহমেদ, নাদিয়া মিম, এলভিন, সাজু খাদেম, শ্রাবণ্য, আসাদুজ্জামান প্রমুখ। এছাড়া মাছরাঙা টিভিতে ঈদের চতুর্থ দিন বিকেল ৫-১০ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘অন্ধজনে-অন্ধক্ষণে’। টিম্বার ব্যবসার আড়ালে নারী পাচারের এক ভয়ঙ্কর মাফিয়ার চরিত্রে অভিনয় করেছেন এই টেলিফিল্মে ইফতেখার পলাশ। নাটকে আরও অভিনয় করেছেন সজল, পূর্ণিমা প্রমুখ। আগামী মাসের শুরুতে মাছরাঙায় প্রচার হবে পলাশ অভিনীত নাটক ‘প্রজাপতির রঙ ফাগুনে’। নাটকে জাকিয়া বারী মমর বিয়ের গ্রাম্য দুষ্টু ঘটক চরিত্রে অভিনয় করেছেন এই ভার্সেটাইল অভিনেতা।
×