ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বরাষ্ট্রমন্ত্রীর আন্তঃজেলা বাস টার্মিনাল ও গাবতলী পশুর হাট পরিদর্শন

প্রকাশিত: ০৫:০৬, ২১ আগস্ট ২০১৮

 স্বরাষ্ট্রমন্ত্রীর আন্তঃজেলা বাস টার্মিনাল ও গাবতলী পশুর হাট পরিদর্শন

স্টাফ রিপোর্টার ॥ ঈদে বাড়তি ভাড়ার অভিযোগ স্বচক্ষে দেখতে গাবতলী গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। গিয়ে পড়েন যাত্রীদের তোপের মুখে। তবে তিনি বেশ ধৈর্য ধরেই আন্তঃজেলা বাস টার্মিনাল আকস্মিক পরিদর্শনকালে ঘরমুখী যাত্রীদের ক্ষোভের কথা শুনলেন স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খান কামাল। যাত্রীদের অভিযোগ- কাউন্টারে অতিরিক্ত টাকা ছাড়া টিকিট মিলছে না। নিকট দূরত্বের যাত্রীরা পড়েছেন আরও বিপাকে। ৪০-৬০ টাকার ভাড়া নেয়া হচ্ছে দেড় শ’-দুই শ’ টাকা।সোমবার বিকেল ৪টায় রাজধানীর আন্তঃজেলা বাস টার্মিনাল ও গাবতলীর পশুর হাট পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী ও ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জমান মিয়া। টার্মিনালে যাত্রীদের সঙ্গে কুশল বিনিময়কালে যাত্রীরা বাস সঙ্কটের কথা জানান। পাশাপাশি কাউন্টারে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগও করেন। বাড়তি টাকা ছাড়া টিকিট মিলছে না। একাধিক যাত্রীর কাছে এমন অভিযোগ শুনে সমাধানের আশ্বাসও দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাস টার্মিনাল ও পশুর হাট পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, ঈদের সময় সবাই বাড়ি যায়। ঈদে ঘরমুখী মানুষ যাতে অস্বস্তিতে না পড়ে, তারা যেন সুন্দর মতো পরিবারের সঙ্গে ঈদ করতে পারে সে চেষ্টা করা হচ্ছে। কোথাও কোথাও টিকিটের স্বল্পতা রয়েছে। ‘টিকিট নেই বলা হলেও এখন টিকিট পাওয়া যাচ্ছে। ভাড়াও নেয়া হচ্ছে বেশি’ এ নৈরাজ্যের ব্যাপারে মন্ত্রী বলেন, প্রত্যেক কাউন্টারের সামনে ভাড়ার চার্ট টাঙ্গানো হয়েছে। আমরা সবাইকে বলেছি- অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হচ্ছে।
×