ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পেঁয়াজ রসুনের দাম কিছুটা কমেছে

প্রকাশিত: ০৫:০৬, ২১ আগস্ট ২০১৮

 পেঁয়াজ রসুনের দাম কিছুটা কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ নিত্যপণ্যের বাজারে পেঁয়াজ ও রসুনের দাম কিছুটা কমেছে। কেজিতে ৫-১০ টাকা দাম কমে মানভেদে প্রতি কেজি আমদানিকৃত বড় সাইজের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকায়। দেশীটি বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকায়। গত সপ্তাহে এই পেঁয়াজ ৬০ টাকায় বিক্রি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, নাড়ির টানে রাজধানী থেকে বিপুলসংখ্যক মানুষ গ্রামে ফিরে যাওয়ায় চাহিদা কমায় দামও কমেছে। এছাড়া বাজারে হঠাৎ করে পেঁয়াজের সরবরাহ বেড়ে গেছে। সোমবার রাজধানীর সবগুলো বাজারে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। কোরবানি ঈদ হলেও হঠাৎ করে বেড়ে গেছে ব্রয়লার মুরগি ও মাছের চাহিদা।
×