ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা কোটা প্রসঙ্গে নিজের মতামত জমা দিলেন এ্যাটর্নি জেনারেল

প্রকাশিত: ০৫:০৭, ২১ আগস্ট ২০১৮

  মুক্তিযোদ্ধা কোটা প্রসঙ্গে নিজের মতামত জমা  দিলেন এ্যাটর্নি  জেনারেল

স্টাফ রিপোর্টার ॥ সরকারী চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মতামত দিয়েছেন। সোমবার বিকেলে এ বিষয়ে এ্যাটর্নি জেনারেল বলেন, মতামত পাঠিয়ে দিয়েছি। কী মত দিয়েছেন এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা বলা ঠিক হবে না। আদালতের রায় নিয়ে সরকারী চাকরিতে মুক্তিযোদ্ধাদের কোটার বিষয়ে মতামত চূড়ান্ত করার পর সোমবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসে মতামত সংবলিত প্রতিবেদন নিয়ে যান। আমি রায় ও বিভিন্ন সিদ্ধান্তের আলোকে ওই বিষয়ে মতামত দিয়েছি। এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। সরকারী চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ সচিবকে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করে সরকার। প্রাথমিকভাবে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হলেও পরবর্তীতে আরও ৯০ কার্যদিবস সময় পায় এ কমিটি। এর মধ্যে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে গত ১৩ আগস্ট নিজ থেকেই কোটা নিয়ে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
×