ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাঈদীর বিয়াইকে অবশেষে মাদ্রাসা অধিদফতরের ডিজি পদ ছাড়তে হলো

প্রকাশিত: ০৫:০৭, ২১ আগস্ট ২০১৮

 সাঈদীর বিয়াইকে অবশেষে মাদ্রাসা অধিদফতরের ডিজি পদ ছাড়তে হলো

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের পদ ছাড়তে হলো যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর বিয়াই কামাল উদ্দিন জাফরীর সঙ্গে নিজ কার্যালয়ে গোপন বৈঠক করার দায়ে অভিযুক্ত যুগ্ম সচিব বিল্লাল হোসেনকে। তাকে যুগ্ম সচিব হিসেবেই শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা (অডিট ও আইন) বিভাগে পদায়ন করা হয়েছে। নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত সচিব শফিউদ্দিন আহমেদ। পদ ছেড়ে গেলেও ঢাকার মিরপুরের শাহআলী বাগদাদী (রহ.) কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম সাইফুল্লাহর দশ মাসের বেতন ভাতা বকেয়াসহ অন্যান্য ঝামেলা রেখে গেছেন। মাদ্রাসা শিক্ষা অধিদফতরের অনেকেরই অভিযোগ বিল্লাল হোসেনকে তিরস্কৃত নয়, পুরস্কৃত করা হয়েছে। তারা অনুসারীরা এখনও মাদ্রাসা অধিতদফতরে নানা ঝামেলা সৃষ্টি করে চলেছেন। মাদ্রাসা শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, গত ২৮ মে বিল্লাল হোসেনের গোপন বৈঠকের সেই বিষয়ে তদন্ত হয়। তাতে অন্যদের মধ্যে মিরপুর শাহআলী বাগদাদী কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম সাইফুল্লাহর সাক্ষ্য গ্রহণ করে তদন্ত কমিটি।
×