ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অতিরিক্ত যাত্রী নিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় লঞ্চ চলাচল নয় ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৫:০৯, ২১ আগস্ট ২০১৮

অতিরিক্ত যাত্রী নিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় লঞ্চ চলাচল  নয় ॥ নৌমন্ত্রী

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, অতিরিক্ত যাত্রী বহন করে ঝুঁকিপূর্ণ অবস্থায় কোন লঞ্চ চলাচল করতে দেয়া হবে না। কেউ যদি অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচলের চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে সল্পদূরত্বে চলাচলকারী ছোট ছোট লঞ্চে যাতে কোন অবস্থাতেই অতিরিক্ত যাত্রী বহন করতে না পারে সেজন্য বিআইডব্লিটি-এর কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। সোমবার বিকেলে নারায়ণগঞ্জ নদী বন্দরের সেন্টাল টার্মিনাল ঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তখনই নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী লঞ্চের ছাদে অতিরিক্ত যাত্রী বহন করতে দেখে ওই লঞ্চটিকে থামিয়ে অতিরিক্ত যাত্রী নামিয়ে দিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি।
×