ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গতি পাচ্ছে নেপাল থেকে জলবিদ্যুত আমদানি

প্রকাশিত: ০৫:৫৭, ২১ আগস্ট ২০১৮

  গতি পাচ্ছে নেপাল থেকে জলবিদ্যুত আমদানি

অর্থনৈতিক রিপোর্টার ॥ নেপালের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের পর গতি পেয়েছে জলবিদ্যুত আমদানি। কিন্তু নতুন কেন্দ্র বসিয়ে সেই বিদ্যুত পেতে সময় লাগবে অন্তত দশ বছর। তারপরও আমদানির ক্ষেত্রে ভারতের ভূখ- ব্যবহারের অনুমতির বিষয়েও রয়েছে জটিলতা। তবে পিডিবি চেয়ার‌্যান বলছেন, চেষ্টা চলছে, চলমান একটি কেন্দ্র থেকে আমদানির। ফলে সময় লাগবে কম। হিমালয়-অন্নপূর্ণা আর অসংখ্য পাহাড়-পর্বতে ঘেরা দেশ নেপাল। নদী আর পাহাড়ের গা বেয়ে চলা বহু জলধারা দেশটির প্রাকৃতিক সৌন্দর্যকে করেছে অনন্য। কিন্তু সেই সৌন্দর্য দেশটির অর্থনীতিরও বড় ভিত। কারণ নদী আর পাহাড়ী স্রোত ব্যবহার করে সম্ভাবনা রয়েছে অন্তত ৪০ হাজার মেগাওয়াট জলবিদ্যুত উৎপাদনের। এরই মধ্যে ছোট বড় কয়েকটি প্রকল্পও বসিয়েছে নেপাল। যেখান থেকে আমদানি করছে প্রতিবেশী দেশ ভারত। সস্তা দাম আর পরিবেশবান্ধব হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত এই বিদ্যুত কিনতে এবার যুক্ত হচ্ছে বাংলাদেশ। যে লক্ষ্যে গত ১০ আগস্ট সই হলো সমঝোতা স্মারক। সমঝোতা স্মারক অনুযায়ী, বাংলাদেশ ওই বিদ্যুত কিনতে চায় ভারতের জিএমআর এনার্জির কাছ থেকে। যারা নেপালে বিনিয়োগ করে উৎপাদন করবে ৯শ’ মেগাওয়াট জলবিদ্যুত। সেখান থেকে বাংলাদেশকে দেয়া হবে ৫শ’ মেগাওয়াট। বাকি ৪শ’ মেগাওয়াট যাবে ভারতে। নেপাল থেকে বাংলাদেশে আনতে সব ধরনের অবকাঠামোও নির্মাণ করে দেবে ভারতীয় ওই কোম্পানি। তবে পিডিবি চেয়ারম্যান জানান, নতুন প্রকল্প বাস্তবায়নের আগে চেষ্টা করা হবে চালু কোন কেন্দ্র থেকে আগে ভাগেই আমদানি করার। নেপাল ছাড়া ভুটান থেকেও আমদানির পরিকল্পনা দীর্ঘদিনের। যদিও তা এখনও ফাইলবন্দী আলোচনার টেবিলে।
×