ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আঙ্কারায় মার্কিন দূতাবাস লক্ষ্য করে গুলি

প্রকাশিত: ০৬:০৮, ২১ আগস্ট ২০১৮

 আঙ্কারায় মার্কিন দূতাবাস লক্ষ্য করে গুলি

আঙ্কারা ও ওয়াশিংটনের সম্পর্কে উত্তেজনা চলার মধ্যেই তুরস্কের রাজধানীতে মার্কিন দূতাবাসের দিকে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়েছে। সোমবার ভোরে একটি গাড়ি থেকে গুলি ছোড়া হয় তবে এতে কেউ আঘাত পায়নি। খবর ওয়েবসাইট। তুরস্কে এক মার্কিন যাজকের বিচার নিয়ে দুই দেশের মধ্যে তিক্ততা যখন বাড়ছে তখনই হামলাটি চালানো হলো। এক বিবৃতিতে আঙ্কারার গবর্নর দফতর জানিয়েছে, স্থানীয় সময় ভোর প্রায় সাড়ে ৫টার দিকে সামনে দিয়ে যাওয়ার সময় একটি সাদা গাড়ি থেকে দূতাবাসটির নিরাপত্তা গেটের দিকে ছয়টি গুলি ছোড়া হয়েছে, এরমধ্যে তিনটি গুলি একটি লোহার দরজা ও একটি জানালায় লেগেছে। ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। মুসলিমদের ঈদ-উল-আজহা উৎসবের কারণে সাধারণ ছুটি চলায় চলতি সপ্তাহজুড়ে দূতাবাসটি বন্ধ আছে। দূতাবাসটির মুখপাত্র ডেভিড গেইনার বলেছেন, সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের দূতাবাসে নিরাপত্তা সংক্রান্ত একটি ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করছি আমরা। এতে কেউ আহত হয়েছেন বলে কোন খবর পাইনি এবং বিস্তারিত তদন্ত করে দেখছি আমরা। তিনি দ্রুত সাড়া দেয়ার জন্য তুরস্কের জাতীয় পুলিশকে ধন্যবাদ জানান। গণমাধ্যম হাবারতুর্কে সম্প্রচারিত ফুটেজে দূতাবাসটির একটি প্রবেশ পথে পুলিশের একটি দলকে তদন্ত করতে এবং একটি জানালার কাঁচে ছিদ্র দেখা গেছে, যেটি দেখে গুলির কারণে সৃষ্ট বলে মনে হয়েছে। দূতাবাসের প্রবেশ পথের সামনে রাস্তার পাশে গুলির খোসাও পড়ে থাকতে দেখা গেছে। অতীতে আঙ্কারার মার্কিন দূতাবাস ও ইস্তানবুলের মার্কিন কন্স্যুলেট বহুবার জঙ্গীদের হামলার লক্ষ্যস্থল হয়েছে এবং বহু হুমকি মোকাবিলা করেছে।
×