ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কৃচ্ছ্রের ডাক ইমরানের, শীঘ্রই টাস্কফোর্স

প্রকাশিত: ০৬:০৯, ২১ আগস্ট ২০১৮

কৃচ্ছ্রের ডাক ইমরানের, শীঘ্রই টাস্কফোর্স

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান ধনীদের কর দেয়ার আহ্বান জানিয়ে বলেছেন,ঋণের চাপ কমাতে দ্রুতই কৃচ্ছ্র অভিযান শুরু হবে। প্রধানমন্ত্রী কার্যালয়ের বুলেটপ্রুফ গাড়িবহরের বেশিরভাগ গাড়ি বিক্রি করে দিয়ে নিজেই এ কৃচ্ছ্র অভিযানের উদ্বোধন করবেন বলেও জানিয়েছেন তিনি। রবিবার প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশে দেয়া প্রথম ভাষণে ইমরান ঋণের মাত্রা ও দারিদ্র্যতা কমিয়ে ইসলামী কল্যাণমূলক ব্যবস্থায় ‘নতুন পাকিস্তান’ গড়ে তোলার দিকে দৃষ্টি নিবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, ঋণ নিয়ে জীবনযাপন ও অন্য দেশের কাছ থেকে সহায়তা নিয়ে চলার বাজে অভ্যাস করেছি আমরা। কোন দেশ এভাবে উন্নতি করতে পারে না। একটি দেশকে অবশ্যই নিজের পায়ে দাঁড়াতে হবে। ৬৫ বছর বয়সী সাবেক ক্রিকেট কিংবদন্তি ইমরান গত মাসের নির্বাচনে বিজয়ী হওয়ার পর শনিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।দুর্নীতিবিরোধী দিয়ে সাম্প্রতিক বছরগুলোতে তরুণ ভোটার ও পাকিস্তানে ক্রমাগতভাবে বাড়তে থাকা মধ্যবিত্ত শ্রেণীর মন জিতে ইমরান ক্ষমতায় অধিষ্ঠিত হতে পেরেছেন বলে ধারণা পর্যবেক্ষকদের। এভাবেই তেহরিক-ই-ইনসাফ দলের (পিটিআই) এ শীর্ষ নেতা ২০ কোটি ৮০ লাখ জনসংখ্যার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির শীর্ষ নেতায় পরিণত হয়েছেন বলে ধারণা তাদের। তবে বিরোধী রাজনীতিকরা ইমরানের জয়ের পেছনে পাকিস্তানের প্রভাবশালী সামরিক বাহিনীর হাত আছে বলে অভিযোগ করেছেন। মুদ্রা সঙ্কট ও দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানাপোড়েনসহ উত্তরাধিকার সূত্রে পাওয়া বেশকিছু সমস্যার মুখেও পড়তে হচ্ছে নতুন প্রধানমন্ত্রীকে। অর্থনৈতিক সমস্যায় জর্জরিত পাকিস্তানকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ‘বেইলআউট’ সুবিধা পেতে আরেক দফা আবেদন করা লাগবে বলেও অনুমান আন্তর্জাতিক বিশ্লেষকদের। সঙ্কট মোকাবেলায় নীতিগত পরিকল্পনা কী হবে, ভাষণে সে বিষয়ে কোন ধরনের আলোকপাত না করলেও ইমরান কৃচ্ছ্র অভিযান পরিচালনায় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গবর্নর ইশরাত হুসেনের নেতৃত্বে একটি টাস্কফোর্স গঠন করা হবে বলে জানিয়েছেন। ঔপনিবেশিক আমলের মানসিকতা এবং অভিজাত পাকিস্তানীদের বিলাসী জীবনযাপনের সমালোচনা করে পিটিআইর এ নেতা প্রাসাদোপম প্রধানমন্ত্রীর বাসভবনের বদলে তিন কক্ষবিশিষ্ট একটি ছোট বাসায় থাকবেন বলে ঘোষণা দেন। তিনি প্রধানমন্ত্রীর জন্য নিয়োজিত ৫২৪ জন কর্মচারীর সংখ্যা কমানোর ঘোষণা দিয়েছেন, পাশাপাশি বুলেটপ্রুফ গাড়ি বহরের অধিকাংশই বিক্রি করে দিয়ে রাষ্ট্রীয় কোষাগারের ঘাটতি মোকাবেলার পরিকল্পনার কথা জানিয়েছেন। ‘আমি আমার জনগণকে বলতে চাই, আমি সাধারণ জীবনযাপন করব, আমি আপনাদের অর্থ বাঁচাব,’ বলেন পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী। ভাষণে প্রবাসী পাকিস্তানীদের নিজের দেশে বিনিয়োগ এবং ধনীদের নিয়ম মেনে কর দেয়ারও আহ্বান জানান ইমরান। ব্যক্তি পর্যায়ে কর ফাঁকির জন্য পাকিস্তান বিখ্যাত, দেশটির মোট জনসংখ্যার ১ শতাংশেরও কম লোক নিয়মিত আয়কর দেয়। ‘কর দেয়া আপনাদের দায়িত্ব। মনে করুন এটি জিহাদ, আপনার দেয়া কর দেশের উন্নতিতে ব্যয় হবে,’ বলেছেন পিটিআই প্রধান। জলবায়ু পরিবর্তনের কারণে পাকিস্তান ভয়াবহ বিপদে আছে বলেও মন্তব্য করেছেন তিনি। নবজাতক ও মাতৃমৃত্যুর হার কমানোর প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। পাশাপাশি স্কুলের বাইরে থাকা সোয়া দুই কোটিরও বেশি শিশুকে সাহায্য করার বিষয় নিয়েও কথা বলেছেন তিনি, এ সময় আগে কখনই সরকারী কোন দায়িত্বে না থাকা ইমরানের কণ্ঠে ছিল আবেগের রেশ। প্লেবয় জীবনযাপন থেকে ধর্মীয় রাজনীতিতে আকৃষ্ট হওয়া এ সাবেক ক্রিকেটার বলেছেন, মদিনায় নবী মোহাম্মদ (সা) যে আদর্শ রাষ্ট্রের কথা বলেছিলেন, পাকিস্তানকে সেই আদলেই একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান তিনি।
×