ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আঙ্কারায় মার্কিন দূতাবাসে হামলা

প্রকাশিত: ১৯:২৮, ২১ আগস্ট ২০১৮

আঙ্কারায় মার্কিন দূতাবাসে হামলা

অনলাইন ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় মার্কিন দূতাবাসে বন্দুকধারীরা গুলি করেছে। তবে এসময় কেউ হতাহত হয়নি। একটি গাড়ি থেকে জানালার দিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। এ ব্যাপারে তুরস্কের এক পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, গাড়ি চালানো অবস্থায় বন্দুকধারীরা সোমবার আনুমানিক ভোর ৫টায় গুলি করে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ সপ্তাহে ঈদুল আযহা উপলক্ষে দূতাবাসে ছুটি শুরু হয়েছে। তিনি আরও বলেন, সাদা রঙের একটি গাড়ি থেকে হামলা চালানো হয়। হামলাকারী ও সেই গাড়ির খোঁজ চলছে। এদিকে বিশ্লেষকরা বলছেন, মার্কিন যাজক আটকের ঘটনায় তুরস্ক ও মার্কিন সম্পর্কের অবনতি ঘটেছে। এর মধ্যে আঙ্কারায় মার্কিন দূতাবাসে গুলির ঘটনা দেশ দু’টির কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে।
×