ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেরপুরের ৭ গ্রামে পালিত হচ্ছে আগাম ঈদুল আজহা

প্রকাশিত: ০০:৪১, ২১ আগস্ট ২০১৮

শেরপুরের ৭ গ্রামে পালিত হচ্ছে আগাম ঈদুল আজহা

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে শেরপুরের ৭টি গ্রামে আগাম ঈদুল আজহা পালিত হচ্ছে। গ্রামগুলো হচ্ছে সদর উপজেলার উত্তর চরখারচর ও দক্ষিণ চরখারচর, নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয়আনিপাড়া, নকলা উপজেলার নারায়নখোলা ও চরকৈয়া এবং ঝিনাইগাতী উপজেলার বনগাঁও চতল। মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টার মধ্যে ওইসব গ্রামে পবিত্র ঈদুল আয্হার জামায়াত অনুষ্ঠিত হয়েছে। ওইসব জামায়াতে পুরুষ মুসুল্লীদের পাশাপাশি নারী মুসল্লীরাও পর্দার ভেতরে নামাজে অংশ নেন। প্রত্যেকটি জামায়াতেই মুসল্লীর সংখ্যা ছিল এক-দেড়শ’র মতো। নামাজের পর পারস্পরিক কোলাকোলি শেষে তারা অংশ নেন প্রীতিভোজে।
×