ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভারোত্তোলনের বিশ্বরেকর্ড ভাঙলেন মোরাদি

প্রকাশিত: ০৬:২৬, ২৬ আগস্ট ২০১৮

ভারোত্তোলনের বিশ্বরেকর্ড ভাঙলেন মোরাদি

স্পোর্টস রিপোর্টার ॥ পুরুষদের ৯৪ কেজি শ্রেণীর ভারোত্তোলনে স্বর্ণ জয়ের পথে ইরানের সোহরাব মোরাদি দীর্ঘ সময় ধরে টিকে থাকা বিশ্বরেকর্ড ভেঙ্গে ফেলেছেন। চলমান এশিয়ান গেমসের এই ইভেন্টে তিনি ১৮৯ কেজি ভার উত্তোলন করে এই রেকর্ড গড়েন। আর মহিলা ব্যাডমিন্টনে জয় অব্যাহত রেখেছেন ভারতের সায়না নেহওয়াল। দ্বিতীয় রাউন্ডে তিনি অবশ্য জেতার পর সব দর্শকের সমর্থন প্রতিপক্ষের দিকে থাকায় এটিকে ফুটবল ম্যাচের সঙ্গে তুলনা করেছেন। স্বর্ণপদক জয়ের স্বপ্ন পূরণের পথে তিনি এখন কোয়ার্টার ফাইনালে উঠেছেন। ভারোত্তোলনের ৯৪ কেজি শ্রেণীর প্রথমদিনেই বিশ্বরেকর্ড গড়েন মোরাদি। ১৯৯৯ সালে গ্রীসের আকাকিওস কাকিয়াসভিলিস ১৮৮ কেজি ওজন তুলে রেকর্ড গড়েছিলেন। ১৯ বছর ধরে সেটিই বিশ্বরেকর্ড হিসেবে ছিল। কিন্তু মোরাদি এবার তুললেন ১৮৯ কেজি। এটিই এখন আজীবনের জন্য বিশ্বরেকর্ড হিসেবে লিপিবদ্ধ থাকবে ইতিহাসের পাতায়। কারণ এশিয়ান গেমসের পর সবগুলো ক্যাটাগোরির ওজন শ্রেণীতে আসবে ভিন্নতা। আগামী নবেম্বরে বিশ্বচ্যাম্পিয়নশিপস থেকেই এই পরিবর্তন আসবে অলিম্পিক কোয়ালিফাইংয়ের জন্য। মোরাদি ইতোমধ্যেই পুরুষদের লাইটওয়েট বিভাগে ক্লিন এ্যান্ড জার্কে ২৩৩ কেজি এবং সবমিলিয়ে ৪১৭ কেজি তুলে রেকর্ড নিজের দখলে নিয়ে রেখেছেন।
×