ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কা ফুটবল দল এখন নীলফামারীতে

প্রকাশিত: ০৭:৩৪, ২৮ আগস্ট ২০১৮

শ্রীলঙ্কা ফুটবল দল এখন নীলফামারীতে

তাহমিন হক ববী, নীলফামারী ॥ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নীলফামারীর মাটি ছুঁয়েছে শ্রীলঙ্কার জাতীয় ফুটবল দল। গতকাল সোমবার দুপুরে ঢাকা হতে নভো-এয়ারের একটি বেসরকারী বিমানে শ্রীলঙ্কার জাতীয় ফুটবল দলটি নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছে। এরপর তাদের নিয়ে যাওয়া হয় বিভাগীয় শহর রংপুরের হোটেল নর্থভিউ-এ। সৈয়দপুর বিমানবন্দরে জেলা ক্রীড়া সংস্থার ও ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষের পক্ষে ফুল দিয়ে ও দুদেশের পতাকা নেড়ে শুভেচ্ছা জানানো হয় তাদের। সকাল থেকেই বিভিন্ন বয়সী শত শত ক্রীড়ামোদী মানুষ বিমানবন্দরে ভিড় করেন। গত রবিবার শ্রীলঙ্কার জাতীয় ফুটবল দল তাদের দেশ হতে ঢাকায় বিমানে উড়ে আসে। আজ মঙ্গলবার সকালে নীলফামারী আসবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। একইভাবে তাদের নেয়া হবে হোটেল নর্থ ভিউ-এ। সেখানে উভয় দলের কোচ, ম্যানেজার, অধিনায়কদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী ২৯ আগস্ট দুই দলের এই প্রীতি ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হচ্ছে নীলফামারীর নবরূপে সাজানো শেখ কামাল স্টেডিয়ামের। এই মুহূর্তে সেখানে ক্যা¤প চলছে অনুর্ধ-১৫ ফুটবলারদের। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ ঘিরে জেলার ক্রীড়া সংগঠকদের ব্যস্ততার পাশাপাশি চলছে দর্শকদের টিকেট সংগ্রহে ছোটাছুটি। টিকেট যেন সোনার হরিণ। অভিযোগ ব্যাংক গুলোতে নিমিষেই টিকেট শেষ হয়ে যাচ্ছে। অনেকে ব্যাংকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকেট সংগ্রহ করতে না পেরে সাধারণ গ্যালারির একশত টাকার টিকেট কালোবাজারে পাঁচ থেকে ছয় শত টাকায় সংগ্রহ করছে। সোমবার সকালে বিভিন্ন ব্যাংক ও শেখ কামাল স্টেডিয়ামে ও জেলা শহরের বিভিন্ন ব্যাংকে টিকেটের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ফুটবলপ্রেমী দর্শকদের টিকেট সংগ্রহ করতে। তবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার পরেও টিকেট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। ডোমার উপজেলার শহরের রোকন (৪৫) জলঢাকা উপজেলার শাহিদ (৩০) বলেন, তাদের উপজেলার ব্যাংকে টিকেট না পেয়ে মঙ্গলবার সকালে নীলফামারী শহরে আসি। কিন্তু পূবালী ব্যাংক, অগ্রনী ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকসহ অন্যান্য ব্যাংকের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও টিকেট পাইনি। তবে কালোবাজারে প্রচুর টিকেট দেখা যাচ্ছে। সাধারণ গ্যালারির একশত টাকার টিকেট ছয় শত টাকা চায়। কিন্তু সেটি আসল নাকি নকল এই ভেবে টিকেট নেইনি। জানতে পারি কালোবাজারিরা আসল টিকেট স্কানিং করে প্রতারণার মাধ্যমে বিক্রি করছে। ফলে টিকেট না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছি। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য আরিফ হোসেন মুন জানান, এই ম্যাচ আয়োজনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। গত রবিবার থেকে শুরু হয় দর্শনার্থীদের জন্য টিকেট বিক্রি। টিকেট বিক্রয়ে ব্যাপক সাড়া পাওয়া গেছে, শুরুতে প্রথম দিনে গোটা জেলায় দুই ঘণ্টায় সাড়ে ১২ হাজার টিকেট বিক্রি হয়ে যায়। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ব্যাংকগুলোতে তিন হাজার টিকেট দেয়া হয়েছিল। কিন্তু ওই টিকেট অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়। ২৮ তারিখ পর্যন্ত টিকেট বিক্রয়ের সময় থাকায় বাকি টিকেট মঙ্গলবার সকালে ব্যাংকে সরবরাহ করা হয়।
×