ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ট্রাফিক আইন অমান্যে ৪৩৭০টি মামলা, জরিমানা ৩০ লাখ টাকা

প্রকাশিত: ২২:০৪, ১২ সেপ্টেম্বর ২০১৮

রাজধানীতে ট্রাফিক আইন অমান্যে ৪৩৭০টি মামলা, জরিমানা ৩০ লাখ টাকা

অনলাইন রিপোর্টার ॥ আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের বার্তায় জানানো হয়, গতকাল মঙ্গলবার দিনব্যাপী অভিযান পরিচালনায় রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্য করায় ৪৩৭০টি মামলা ও ২৯ লাখ ৩২ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ট্রাফিক অভিযানে ৩৫টি গাড়ি ডাম্পিং ও ৮৯৪টি গাড়ি রেকার করা হয়। দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীতে নিয়মিতভাবে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব মামলা ও জরিমানা করা হয়েছে। পাশাপাশি এ অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়। ট্রাফিক সূত্রে জানা গেছে, অভিযানকালে উল্টো পথে গাড়ি চালানোর কারণে ৩০৪টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ৪৫টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৫টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ৮টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া ট্রাফিক আইন অমান্য করার কারণে ১৯০০টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৯৩টি মোটরসাইকেল আটক করা হয়েছে। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে ২টি ভিডিও মামলা ও ১৮টি সরাসরি মামলা দেয়া হয়েছে।
×