ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইসলামী ব্যাংকের প্রভিশন ঘাটতি ১৬০ কোটি টাকা

প্রকাশিত: ০৪:১০, ১২ সেপ্টেম্বর ২০১৮

ইসলামী ব্যাংকের প্রভিশন ঘাটতি ১৬০ কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যাংকিং খাতে আদায় অনিশ্চিত খেলাপি বা মন্দ মানের ঋণ বেড়েই চলেছে। গত ছয় মাসে এ ধরনের ঋণ বেড়েছে ১০ হাজার কোটি টাকা। একই সঙ্গে বেড়েছে খেলাপির বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন ঘাটতির পরিমাণ। চলতি বছরের জুন শেষে প্রভিশন ঘাটতিতে পড়েছে সরকারি-বেসরকারি ১৩টি ব্যাংক। এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ইসলামী ব্যাংক। ব্যাংকটির প্রভিশন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৬০ কোটি টাকা। জুন শেষে এই ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১১ হাজার কোটি টাকা। মূলত খেলাপি ঋণ বাড়ার কারণেই প্রভিশন ঘাটতি বাড়ছে বলে মনে করছেন আর্থিক খাতের বিশ্লেষকরা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত আদায় অনিশ্চিত খেলাপি বা মন্দ মানের ঋণের পরিমাণ ৭৪ হাজার ৯২৬ কোটি টাকা। যা ২০১৭ সালের ডিসেম্বরে ছিল ৬৪ হাজার ৬১৮ কোটি টাকা। অর্থাৎ ছয় মাসের ব্যবধানে এই ঋণ বেড়েছে ১০ হাজার ৩০৮ কোটি টাকা। প্রতিবেদনে দেখা যায়, জুন পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের মন্দ মানের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৯৩৪ কোটি টাকা। বেসরকারি ৪০ ব্যাংকের এই ঋণের পরিমাণ ৩১ হাজার ৮৪১ কোটি টাকা। বিদেশি ৯ ব্যাংকের ১ হাজার ৯৯৬ কোটি টাকা।
×