ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রাইভেট ক্লিনিকে রোগী মৃত্যুর অভিযোগ, ভাংচুর

প্রকাশিত: ০৫:৫৪, ১৩ সেপ্টেম্বর ২০১৮

প্রাইভেট ক্লিনিকে রোগী মৃত্যুর অভিযোগ, ভাংচুর

সংবাদদাতা, মেহেরপুর, ১২ সেপ্টেম্বর ॥ শহরে একটি ক্লিনিকে আব্দুল খালেক (৪৫) নামে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত স্বজনরা ক্লিনিকে ভাংচুর চালিয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। মৃত আব্দুল খালেক সদর উপজেলার গোভীপুর গ্রামের হারান ম-লের ছেলে। রোগীর স্বজনরা জানান, বুধবার দুপুরে মাঠে কাজ করার সময় ধারালো অস্ত্রে কৃষক আব্দুল খালেকের পায়ের রগ কেটে যায়। প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হলে তাকে অন্যত্র রেফার্ড করেন ডাক্তার। পরে শহরের একটি ব্যক্তিগত ক্লিনিকে ভর্তি হলে ৮ হাজার টাকায় অপারেশনের চুক্তি হয়। দুপুর দুইটার দিকে ডাঃ আবু তাহের সিদ্দিকী নিজে অপারেশন শেষ করেন। বিকেল সাড়ে চারটার দিকে রোগীর জ্ঞান না ফিরলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ খবর স্বজনদের মাঝে ছড়িয়ে পড়লে উত্তেজিত রোগীর স্বজনরা ক্লিনিকের বেশ কয়েকটি কক্ষ ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
×