ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় বজ্রপাতে দুই স্কুলছাত্রীর মৃত্যু, দগ্ধ ২

প্রকাশিত: ০৭:৫৪, ১৩ সেপ্টেম্বর ২০১৮

সাতক্ষীরায় বজ্রপাতে দুই স্কুলছাত্রীর মৃত্যু, দগ্ধ ২

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরার কালিগঞ্জের সাঁইহাটিতে বজ্রপাতে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর দগ্ধ হয়েছে আরও দুজন। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে কয়েক দফা বজ্রপাতের ঘটনা ঘটে । এ সময় তারা প্রাইভেট পড়তে যাচ্ছিল। বৃষ্টির কারণে তারা নিকটস্থ একটি বাঁশ ঝাড়ের নিচে আশ্রয় নিয়েছিল। নিহত দুই ছাত্রী হচ্ছে সাঁইহাটি গ্রামের বেল্লাল খার মেয়ে বিলকিস খাতুন ও চাম্পাফুল গ্রামের আকবর আলির মেয়ে মুসলিমা খাতুন ময়না। গুরুতর দগ্ধ তেঁতুলিয়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে সাথী সুলতানা ও বালাপোতা গ্রামের আবদুর রহিমের মেয়ে রুবিনা আকতার। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। নিহত ও আহতদের সবাই স্থানীয় চাম্পাফুল এপিসি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। স্থানীয় অভিভাবক মুরারী মোহন জানান, তারা তাদের বিদ্যালয়ের শিক্ষক জগন্নাথ স্যারের বাসায় প্রাইভেট পড়তে যাচ্ছিল। গ্রামের অরুন মেম্বারের বাড়ির ধারে আসতেই বৃষ্টির সঙ্গে শুরু হয় দফায় দফায় বজ্রপাত। বজ্রপাতে চার বান্ধবী আহত হতেই গ্রামবাসী তাদের উদ্ধার করে প্রথমে আশাশুনি হাসপাতালে নিয়ে যায়। সেখানে মারা যায় বিলকিস। পরে তাদের নিয়ে আসা হয় সাতক্ষীরা সদর হাসপাতালে। সেখানে সন্ধ্যায় মারা যায় মুসলিমা ময়না। এ ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বজ্রপাতে দুই স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।
×