ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চীনে গাড়ি হামলায় তিন জন নিহত

প্রকাশিত: ০৭:৫৫, ১৩ সেপ্টেম্বর ২০১৮

চীনে গাড়ি হামলায় তিন জন নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ চীনের হেনজিয়াং নগরীতে এক ব্যক্তি একটি ব্যস্ত সড়কে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দিয়ে তিন জনকে হত্যা করেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৩ জন। খবর বিবিসির। স্থানীয় সরকারী কর্মকর্তারা বলেন, হুনান প্রদেশের হেনজিয়াং নগরীর ব্যস্ত বিনজিয়াং স্কয়ারে স্থানীয় সময় সন্ধ্যা ৭-৪০ মিনিটে (১১-৪০ জিএমটি) এক ব্যক্তি লাল রঙের একটি স্পোর্টস কার (এসইউভি) পথচারীদের ওপর তুলে দেয়। প্রত্যক্ষদর্শীদের কয়েকজন বলেছেন, আহতদের কয়েকজনকে খুব সম্ভবত ছুরিকাঘাত করা হয়েছে। পুলিশ গাড়ি চালককে গ্রেফতার করেছে। তার পূর্ব অপরাধের রেকর্ড আছে বলে জানান কর্মকর্তারা। তবে এটা সন্ত্রাসী হামলা কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তারা। গ্রেফতার গাড়ি চালক ইয়াং জানয়ুন (৫৪) অগ্নিসংযোগ ও হামলার অভিযোগে বেশ কয়েক বছর কারাগারে ছিলেন। চীনের সংবাদমাধ্যমে হামলার ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে লোকজনকে দৌড়াতে দেখা যাচ্ছে। রাস্তায় কয়েক জনকে পড়ে থাকতেও দেখা যায়।
×