ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে দুই মাসে সর্বোচ্চ লেনদেন

প্রকাশিত: ০০:৫৫, ১৩ সেপ্টেম্বর ২০১৮

পুঁজিবাজারে দুই মাসে সর্বোচ্চ লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারও পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হলে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। ডিএসইতে টাকা পরিমাণে লেনদেন দুই মাসের মধ্যে সবচেয়ে বেশি। হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইতে ১ হাজার ৬৪ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসইতে এ বৃহস্পতিবারের লেনদেন ২ মাস ২ দুই বা ৪১ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। এর আগে চলতি বছরের ১১ জুলাই ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১১৫ কোটি টাকা। আর আগের দিন থেকে ডিএসইতে সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন ২০৩ কোটি টাকা বেশি হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৮৬১ কোটি টাকার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫০০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪ ও ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৭১ ও ১ হাজার ৯১৯ পয়েন্টে। এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩২৬টি কোম্পানির মধ্যে ১০৪টি বা ৩১.৯০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৮৯টি বা ৫৭.৯৭ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি বা ১০.১২ শতাংশ কোম্পানির। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে একটিভ ফাইনের। এ দিন কোম্পানির ৮৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ইফাদ অটোসের ৮০ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৬৪ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে খুলনা পাওয়ার। লেনদেনে এরপর রয়েছে - বিবিএস কেবল, সিঙ্গার বিডি, শাশা ডেনিম, আমান ফিড, ফরচুন সুজ, প্যারামাউন্ট টেক্সটাইল এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : এসআলম স্কিস্টাল, ফাইন ফুড, প্রাইম টেক্স, হোটেল পেনিনুসলা, ইনটেক, এপেক্স ফুড, ন্যাশনাল লাইফ, সিনোবাংলা, এশিয়া ইন্স্যুরেন্স ও গোল্ডেন হার্ভেস্ট। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড, দুলামিয়া কটন, ঢাকা ডাইং, পপুলার লাইফ, মাইডাস ফাইনান্স, তাকাফুল ইন্স্যুরেন্স, সুৃহৃদ ইন্ডাস্ট্রিজ ও ফাস ফাইনান্স।
×