ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এসডিজি বাস্তবায়নে বেসরকারি অংশগ্রহণ বাড়াতে হবে ॥ ডিসিসিআই

প্রকাশিত: ০২:২০, ১৩ সেপ্টেম্বর ২০১৮

এসডিজি বাস্তবায়নে বেসরকারি অংশগ্রহণ বাড়াতে হবে  ॥ ডিসিসিআই

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০৩০ সালের মধ্যে এসডিজি’র ১৭টি লক্ষ্য অর্জনের জন্য বাংলাদেশের বাড়তি প্রায় ৯২৮ বিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন হবে। এজন্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) লক্ষ্য বাস্তবায়নে বেসরকারি খাতের অংশগ্রহণ আরো বৃদ্ধি করতে হবে। বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বেসরকারি খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী মোঃ আবুল কালাম আজাদ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)’র সভাপতি ব্যারিষ্টার নিহাদ কবির এবং দি চট্রগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)’র সভাপতি মাহবুবুল আলম। স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাসেম খান বলেন, এসডিজি’র লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ। তিনি জানান, দেশের বেসরকারী খাত জ্বালানি অপ্রাপ্যতা এবং এর উচ্চমূল্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব, অপ্রতুল অবকাঠমো, ব্যবসা পরিচালনায় ব্যয় বৃদ্ধি, আইনগত দীর্ঘসূত্রিতা এবং সর্বপোরি ঋণ প্রাপ্তির অপ্রতুলতা প্রভৃতি সমস্যার মুখোমুখি হচ্ছে। তিনি এসজিডি’র লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বেসরকারীখাতের অংশগ্রহণ আরো বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদী নীতিমালার সহযোগিতা প্রদানের জন্য সরকারের প্রতি আহবান জানান। বিশেষ করে এ বিষয়ক নীতিমালা প্রণয়নে বেসরকারী খাতের অংশগ্রহণ আরো বাড়ানো প্রায়োজন বলে অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে এসডিজি’র ১৭টি লক্ষ্য অর্জনের জন্য বাংলাদেশের বাড়তি প্রায় ৯২৮ বিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন হবে।
×