ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরীয় সীমান্তে নিরাপত্তা জোরদার করছে তুরস্ক

প্রকাশিত: ১৯:১১, ১৪ সেপ্টেম্বর ২০১৮

সিরীয় সীমান্তে নিরাপত্তা জোরদার করছে তুরস্ক

অনলাইন ডেস্ক ॥ সিরীয়ার ইদলিবে বিদ্রোহীদের বিরুদ্ধে দেশটির সরকার ও তাদের মিত্রদের করা হামলায় শরণার্থীর ঢল নামার আশঙ্কা করছে তুরস্ক। আর এ কারণেই দেশটি সিরীয় সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে। মোতায়েন করেছে বাড়তি সেনা। খবর আল-জাজিরার। তুরস্কের দক্ষিণ পূর্ব সীমান্তের ৫০ কিলোমিটার দূরে হাতয় প্রদেশের একটি বিমানবন্দরে সৈন্যদের পৌঁছতে দেখা যায়। তবে এসব সৈন্য সীমান্ত অতিক্রম করবে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তুরস্ক ইতোমধ্যে সিরিয়া থেকে আসা প্রায় ৩৫ লক্ষ শরণার্থীকে জায়গা দিয়েছে। তাই নতুন করে আর কোনও শরণার্থী নিতে চাইছে না দেশটি। দেশটির একজন নিরাপত্তা বিশ্লেষ্ট মেটিন গুরকান বলেন, এ ধরনের সৈন্য সমাবেশের উদ্দেশ্য হলো নিরাপত্তা জোরদার করা। আমি মনে করি না ইদলিবে যুদ্ধে জড়ানোর ইচ্ছা বা সামর্থ্য কোনটিই তুরস্কের আছে। এর মূল উদ্দেশ্যই হলো সীমান্ত দিয়ে যাতে নতুন করে আর শরণার্থী প্রবেশ করতে না পারে। ইদলিবে সিরিয়া-রাশিয়া হামলার পর ইতোমধ্যে সেই অহ্চল ছেড়ে ৪০ হাজার মানুষ পালিয়ে গেছে। পুরোদমে আক্রমণ শুরু হলে অন্তত ৯ লাখ মানুষ উদ্বাস্তু হয়ে পড়বে বলে আশঙ্কা করছে জাতিসংঘ।
×