ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টাইফুন ম্যাংখুট ধেয়ে যাচ্ছে ফিলিপাইনের দিকে

প্রকাশিত: ১৯:২৩, ১৪ সেপ্টেম্বর ২০১৮

টাইফুন ম্যাংখুট ধেয়ে যাচ্ছে ফিলিপাইনের দিকে

অনলাইন ডেস্ক ॥ ফিলিপাইনের উত্তরাঞ্চলে ভয়াবহ টাইফুন আঘাত হানতে যাচ্ছে। এই টাইফুনের বাতাসের গতিবেগ ২২৫ কিলোমিটারের বেশি। ফিলিপাইনে আঘাত হেনে এটি চীনের দিকে ধেয়ে যাবে বলে স্থানীয় আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন। টাইফুনটি ইতিমধ্যে গুয়ামে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, টাইফুনটি ফিলিপাইন ও চীনের যেসব এলাকা দিয়ে যাবে সেই গতিপথে অন্তত এক কোটি লোক বাস করে। একারণে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে।-বিবিসি।
×