ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রংপুরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ২১:৪১, ১৪ সেপ্টেম্বর ২০১৮

রংপুরে র্যাবের সঙ্গে  বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী  নিহত

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ রংপুরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জেলার শীর্ষ ডাকাত মাদক ব্যবসাযী শওকত আলী ঘুঘু (৩৩) নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর ১৪নং ওয়ার্ডের রাধাকৃষ্ণপুর ঘাঘটপাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। রংপুর র্যাব ১৩ মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মর্তুজা জানান, বৃহস্পতিবার দিনগত মধ্য রাতে রাধাকৃষ্ণপুর রহমত পাড়া এলাকায় গোপনে মাদক বেচা কেনা হচ্ছে এমনি গোপন সংবাদের উপর ভিত্তি করে র্যাবের একটি দল ওই এলাকায় যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি বর্ষণ করে । র্যাবও পাল্টা গুলি বর্ষণ করে। এ সময় র্যাবের সাথে গুলি বিনিময়কালে ডাকাত শওকত আলী ঘুঘু নিহত হয়। পরে ঘটনা স্থল থেকে একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি ও বিপুল সংখ্যক মাদক দ্রব্য উদ্ধার করা হয়। নিহত ঘুঘুর বাড়ি নগরীর দেওডোবা ডাঙ্গিরপাড় এলাকায়। পরে তার লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়। র্যাব জানায়, নিহত ঘুঘু ডাকাতের বিরুদ্ধে ডাকাতি ও মাদক সংক্রান্ত ১৩টি মামলা রয়েছে।
×