ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হবিগঞ্জে জাতীয় সংসদ সচিবালয় ও ইউএনডিপির যৌথ আয়োজনে কর্মশালা শুরু

প্রকাশিত: ২৩:১১, ১৪ সেপ্টেম্বর ২০১৮

হবিগঞ্জে জাতীয় সংসদ সচিবালয় ও ইউএনডিপির যৌথ আয়োজনে কর্মশালা শুরু

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ দেশের উন্নয়নে ‘মনিটরিং এবং বাস্তবায়নে এমপিদের ভূমিকা’ নিয়ে (সিডিজিএস) শীর্ষক দু’দিন ব্যাপী এক কর্মশালা শুরু হয়েছে হবিগঞ্জের বাহুবল উপজেলার উঁচু পাহাড়ে অবস্থিত ‘দি প্যালেস লাক্সারী রিসোর্ট’ অডিটরিয়ামে। সংসদ সচিবালয় ও ইউএনডিপি’র যৌথ আয়োজনে আজ শুক্রবার দুপুরে শুরু এই কর্মশালায় প্রধান অতিথির আসন অলংকিত করেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। অন্যদিকে বিশেষ অতিথি ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া, চীফ হুইফ আ.স.ম ফিরোজ ও হুইপ ইকবালুর রহিম ছাড়াও এবং হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব মোঃ আবু জাহির ও হবিগঞ্জ-২ আসনের এমপি এডভোকেট আব্দুল মজিদ খান সহ অন্তত ৩০ এমপি এই গুরুত্বপূর্ণ কর্মশালায় অংশ নিয়েছেন। জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ জানান, জাতির পিতা বঙ্গবন্ধুর দৌহিত্র্য রেজওয়ান সিদ্দিকী ববি কে সাথে নিয়ে ওই কর্মশালায় অংশ নিতে ঢাকা থেকে আন্তঃনগর পারাবত ট্রেন যোগে সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে এমপিগণ নামেন। এসময় হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ আবু জাহির ও এমপি মজিদ খানের নের্তৃত্বে দলীয় শত শত নেতাকর্মী, বিএনসিসি-স্কাউট সদস্যরা তাদেরকে ফুলের ভালবাসায় সিক্ত করার মাধ্যমে স্বাগত জানান। তারপরপরই সকল এমপিকে নিয়ে যাওয়া হয় পাহাড় ঘেরা নয়নাভিরাম ‘দি প্যালেস লাক্সারী রিসোর্টে’। আগামীকাল শনিবার কর্মশালা সমাপ্তি শেষে বিকেলে সকল সংসদ সদস্যগণ উক্ত রিসোর্ট ত্যাগ করে এবং পারাবত ট্রেন যোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন। এদিকে স্পীকার, ডেপুটি স্পীকার ও হুইপ সহ ৩০এমপির হবিগঞ্জ আগমন উপলক্ষে ওই রিসোর্ট সহ জেলার সর্বত্র পুলিশ-র‍্যাব সদস্যদের মাধ্যমে যেমন নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে, তেমনি সকল এমপিকে একনজর দেখতেও সাধারন মানুষের ছিল বেশ কৌতুহল।
×